ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বামী হত্যার দায়ে স্ত্রীর ফাঁসি

প্রকাশিত: ০৪:০২, ৯ আগস্ট ২০১৬

স্বামী হত্যার দায়ে স্ত্রীর ফাঁসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পারিবারিক কলহের জের ধরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দ-প্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক সোমবার দুপুরে এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত আসামির নাম হাবিবা বেগম (৩৩)। সে মুন্সীগঞ্জের লৌহজং থানার শামুরবাড়ি গ্রামের রহমান হওলাদারের মেয়ে। জানা যায়, কালীগঞ্জ থানার ঘোনাপাড়া গ্রামের এসএম জাকির হোসেন (৫০) ১৬ বছর আগে হাবিবাকে বিয়ে করেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে জাকির কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার মোসলেম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় যমুনা স্পিনিং মিলের স্টোর ইনচার্জ পদে চাকরি করতেন। পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। এর জের ধরে গত বছরের ২৭ মে রাতে হাবিবা কৌশলে খাবারের সঙ্গে তার স্বামীকে ঘুমের ঔষধ খাওয়ায়। এতে জাকির অচেতন হয়ে পড়ে। পরদিন সকালে নাবালিকা বড় মেয়ে নুসরাত জাহান সিনথিয়ার সামনে হাবিবা ছুরি দিয়ে গলা কেটে তার অচেতন স্বামীকে হত্যা করে। এ সময় জাকিরের সন্তানদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং হাবিবাকে আটক করে।
×