ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অবশেষে দর কমেছে রেনউইকের

প্রকাশিত: ০৩:৫৮, ৯ আগস্ট ২০১৬

অবশেষে দর কমেছে রেনউইকের

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত এক মাসে পুঁজিবাজারে দরবৃদ্ধিতে আলোচিত একটি নাম রেনউইক যজ্ঞেশ্বর। নানা গুজব শেষে সোমবার কোম্পানিটির দর কমেছে ৫৩ টাকা। অর্থাৎ সর্বোচ্চ দরপতনে বা দর কমার শীর্ষ স্থান থেকে কোম্পানিটির লেনদেন শেষ করেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, টার্নওভার ও মুনাফা বৃদ্ধির গুজবে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর বিগত ১৪ কার্যদিবসে বেড়েছে ৫০৮.১০ টাকা বা ১৭৩.৩৭ শতাংশ। আর কোম্পানিটির মাত্র ২০ লাখ শেয়ার থাকায় তা নিয়ে একটি চক্র কারসাজি করছে বলে অভিযোগ ছিল বাজার সংশ্লিষ্টদের। বিশ্লেষণে দেখা যায়, সোমবার এ কোম্পানির শেয়ার দর কমেছে ৬.৬১ শতাংশ বা ৫৩ টাকা। দিনভর কোম্পানিটির শেয়ার দর ৭৪৩.৫০ টাকা থেকে ৮৬১.৮০ টাকা ওঠানামা করে। এদিন কোম্পানিটির ২২ হাজার ২৮৪টি শেয়ার মোট ১০০৭ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৭৭ লাখ ৬ হাজার টাকা। এর আগে ১৮ জুলাই কোম্পানির শেয়ারের দর ছিল ২৯৩.৬০ টাকা। আর ৭ আগস্ট কোম্পানির সর্বোচ্চ ৮০১.৭০ টাকায় বিক্রি হয়েছে। ধারাবাহিক দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানির কাছে চিঠি দিয়েছে ডিএসই। চিঠির জবাবে রেনউইক জানিয়েছে দর বাড়ার মতো কোম্পানির কাছে কোন তথ্য নেই।
×