ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

প্রকাশিত: ০৩:৫৮, ৯ আগস্ট ২০১৬

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজারে সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসইতে লেনদেন বাড়ার দিনে বেশ কিছু বড় মূলধনী কোম্পানির চাহিদা বেড়েছে। একইসঙ্গে জাঙ্ক কোম্পানির দৌরাত্ম্যও দেখা গেছে। বিশেষ করে শ্যামপুর সুগার মিল, মেঘনা পেট, এ্যামবে ফার্মা, ইস্টার্ন লুব্রিক্যান্টস নামের কোম্পানিগুলোর সোমবারেও বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। অর্থাৎ দরবৃদ্ধির সর্বোচ্চ সীমায় কোম্পানিগুলোর দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪৬৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৪৫ কোটি ১ লাখ টাকার বেশি লেনদেন। রবিবার ডিএসইতে ৪১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি শেয়ারের দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৬৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, সিভিও পেট্রো কেমিক্যাল, ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল পলিমার, মবিল যমুনা বিডি ও বিডি থাই। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, তিতাস গ্যাস, সিভিও পেট্রো কেমিক্যাল, বিএসআরএম স্টিল, ফার ইস্ট ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, লাফার্জ সুরমা ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
×