ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিবেচনা করবে জাস্টিস ডিপার্টমেন্ট ॥ বার্নিকাট ॥ বঙ্গবন্ধুর খুনীদের ফেরত দেয়ার প্রসঙ্গ

প্রকাশিত: ০৫:২৭, ৮ আগস্ট ২০১৬

বিবেচনা করবে জাস্টিস ডিপার্টমেন্ট ॥ বার্নিকাট ॥ বঙ্গবন্ধুর খুনীদের ফেরত দেয়ার প্রসঙ্গ

কূটনৈতিক রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের ফিরিয়ে দেয়ার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (জাস্টিস ডিপার্টমেন্ট) বিবেচনা করবে। এছাড়া ঢাকা-ওয়াশিংটনের মধ্যে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সহায়তার জন্য বেশ কয়েকটি প্রস্তাবনা মার্কিন কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এসব কথা বলেন। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের প্রস্তুতি চলছে। পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মার্শা বার্নিকাট বলেন, বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে দেয়ার বিষয়টি সত্যিই অত্যন্ত জটিল ইস্যু। বাংলাদেশের অনেকেরই উদ্বেগ রয়েছে যে, খুনীদের মধ্যে দুই-একজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনাও হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর খুনীরা থেকে থাকলে তাদের ফিরিয়ে দেয়ার বিষয়ে বিবেচনা করবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (জাস্টিস ডিপার্টমেন্ট)। উল্লেখ্য, বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বার বার জানানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশের কাছে রাশেদ চৌধুরীকে হস্তান্তর করে। এজন্য বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সহযোগিতাও কামনা করা হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র খুনী রাশেদ চৌধুরীকে ফেরাতে কোন সহযোগিতা করছে না বলেও অভিযোগ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের ঢাকা সফরের সময় জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধে বেশ কয়েকটি বিষয়ে সহযোগিতার জন্য আলোচনা হয়েছিল। সেই সহযোগিতার বিষয়ে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, নিশা দেশাই যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরে সহযোগিতার বিষয়ে মার্কিন কংগ্রেসে বেশ কয়েকটি প্রস্তাবনা দেয়া হয়েছে। এসব প্রস্তাবন কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রস্তাবগুলো অনুমোদেন সঙ্গে সঙ্গে অর্থ সহায়তাও সম্ভব হবে বলে তিনি জানান। ঢাকার হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার প্রেক্ষিতে দুই দেশ এখন কোন কোন বিষয়ে আলোচনায় গুরুত্ব দিচ্ছে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, দুই দেশের নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রটি অনেক বিস্তৃত। তবে বর্তমানে দুই দেশ সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, তথ্য আদান প্রদান ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিচ্ছে। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে কি কি আলোচনা হয়েছে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, আগামী মাসেই জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে যোগদানের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জাতিসংঘের অধিবেশন শেষেই দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় নিরাপত্তা সংলাপ হবে। নিরাপত্তা সংলাপ ও চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান। অপর এক প্রশ্নের উত্তরে মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের ওষুধ শিল্পের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। এদেশের ওষুধ শিল্পের মানও অনেক উন্নত। তিনি জানান, সম্প্রতি একটি শীর্ষস্থানীয় ওষুধ শিল্প কারখানা পরিদর্শন করেছেন। ওষুধ শিল্পে বাংলাদেশ দিনে দিনে ব্যাপক উন্নতি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরের প্রস্তুতি ॥ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের বিষয়ে প্রস্তুতি চলছে। তার ঢাকা সফরের প্রস্তুতির অংশ হিসেবে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সভাপতিত্ব করেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরে আসবেন। এই সফর সামনে রেখে কি কি চুক্তি করা যেতে পারে সে বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মতামত দিয়েছেন। চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরকালে বাংলাদেশের অবকাঠামোখাতে উন্নয়নের বিষয়ে দেশটির সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
×