ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৬, ৮ আগস্ট ২০১৬

টুকরো  খবর

প্রতিদিন কোটি টাকার ফেনসিডিল আসছে নদীপথে স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ পদ্মা নদী দিয়ে প্রতিদিন নৌকার নিচে বিশেষ কায়দায় বস্তা বেঁধে সুকৌশলে কোটি টাকার ফেনসিডিল ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হচ্ছে। দীর্ঘদিন থেকে নদী এলাকার সংশ্লিষ্ট থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে এ পাচার কাজ অব্যাহত রয়েছে। এ কারণে ফেনসিডিল পাচার ব্যবসার সাথে জড়িত গডফাদার ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে। ফেনসিডিল পাচারে সড়ক বা ট্রেনপথের মতো নদীপথে ঝুঁকিও কম। তাছাড়া নদীপথে নৌকার নিচে বিশেষ কায়দায় বস্তাবন্দী ফেনসিডিল বহনের বিষয়টি বেশিরভাগ মানুষেরই অজানা। এই সুযোগ ফেনসিডিল পাচারের গডফাদার ও দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তারা কাজে লাগাচ্ছে। তারা বর্ষা মৌসুমের শুরু থেকেই বড় বড় নৌকার তলায় প্রায় কোটি টাকা মূল্যের এক হাজার বোতল ফেনসিডিল ভর্তি প্রায় ২০/২৫ বস্তা করে দড়ি বা তার দিয়ে সুকৌশলে বেঁধে আটকে দিয়ে ওপরে মানুষ ও মালামাল নিয়ে চলে যাচ্ছে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে । পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ৭ আগষ্ট ॥ দুর্গাপুরে সদ্য জাতীয়করণকৃত সুসং সরকারী মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের চাকরি আত্মীকরণের নিমিত্তে ৫৬টি ফাইল চুরি হয়েছে মর্মে দুই কলেজ শিক্ষকের সংবাদ সম্মেলনের প্রতিবাদে এই কলেজেরই বাকি শিক্ষক কর্মচারী সংবাদ সম্মেলন করেন রবিবার। দুর্গাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ভবানী সাহার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাহিদা ইয়াসমিন নীলা। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় দুই শিক্ষক গত ১ আগস্ট যে প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক। তারা কলেজের সুনাম নষ্ট করার জন্য এই প্রপাগা-া চালাচ্ছেন যা অপ্রত্যাশিত। তারা এই সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। কলেজ থেকে কোন ফাইল কিংবা কাগজপত্র খোয়া যায়নি। প্রকৃত ঘটনা দুইজন শিক্ষক নির্দিষ্ট সময়ে ফাইল জমা না দেয়ায় উল্লেখিত দুইজনের ফাইল ব্যতিরেকে ৫৪টি ফাইল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে গত ৩১ জুলাই জমা দেয়া হয়েছে। যার ক্রমিক নং ৫৮-৫৮৭১। বাকি দুইজন শিক্ষক ফারুক আহম্মেদ তালুকদার ও আব্দুর রশিদের ফাইল কমিটির আহ্বায়ক রেমন্ড আরেংয়ের কাছে জমা আছে বলে তিনি অবহিত করেন । গুরুদাসপুরে এমপির বাসায় হামলা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ আগস্ট ॥ গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের কাচারীপাড়ার বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসার সিকিউরিটি গার্ড রবিউল ইসলাম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। পুলিশ ও রবিউল ইসলাম জানান, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও পরিবারের সদস্যরা চিকিৎসার জন্যে বাইরে অবস্থান করার সুযোগে শনিবার গভীর রাতে তিন মুখোশধারী দুর্বৃত্ত বাসার পেছনের গেট দিয়ে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়ির সিকিউরিটি গার্ড রবিউলকে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার আগেই পালিয়ে যায় তারা। রবিউল বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামের আশরাফ আলীর ছেলে। ব্রাহ্মণবাড়িয়ায় হাজতীর মৃত্যু স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সজল মিয়া (৪০) নামের এক বন্দীর মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার গভীর রাতে কারাগারের যমুনা ৬ নং ওয়ার্ডের হাজতী সজল মিয়া আকস্মিক রক্ত বমি শুরু করে। অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। গত ১৭ জুলাই আশুগঞ্জ থানা পুলিশ একটি মাদক মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তিনি আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের শহীদ মিয়ার ছেলে। মৃত সজলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যুবদল নেতাসহ দু’মাদক বিক্রেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাপাসিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাদক সম্রাট হারুন অর রশিদ ওরফে ডাইল হারুনসহ দু’মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। কাপাসিয়া থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কাপাসিয়া উপজেলার খোদাদিয়া গ্রামের নতুন মসজিদের পাশর্^বর্তী সড়কে অভিযান চালিয়ে হারুন অর রশিদ ওরফে ডাইল হারুনকে (৪২) গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ফেনসিডিল ভর্তি দু’টি বোতল এবং ফেনসিডিলের ৫টি খালি বোতল উদ্ধার করা হয়। সে স্থানীয় খোদাদিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে। এছাড়া একই রাতে চামুরখী পাপলা গ্রামের চেরাগআলী মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১০টি ইয়াবাসহ বিপ্লবকে (৪২) গ্রেফতার করে। সে স্থানীয় চামুরখী গ্রামের আফসার উদ্দিনের ছেলে। বখাটের হামলায় যুবক আহত নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৭ আগস্ট ॥ বন্দরে কদমরসুল কলেজের সামনে কলেজছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদ করায় রিফাত (১৮) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ হাসান নামে একজনকে গ্রেফতার ও হাসিবুর, বর্শাত, রাতুল ও নাঈম নামে আরও ৪ বখাটেকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে। বন্দর থানার এসআই ফরিদ জানান, রিফাতের সঙ্গে তর্কাতর্কির জের ধরে মারধরের ঘটনা ঘটেছে। অশ্লীল ভিডিও ধারণ করে ইন্টারনেটে নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৭ আগস্ট ॥ ফটো স্টুডিওতে স্কুল-কলেজে অধ্যায়নরত মেয়েদের নগ্ন ভিডিও ধারণ করে মোবাইলে ছড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে পার্বতীপুরে। এ ব্যাপারে পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের বাঘাচোরা হাফেজপাড়ার অধীর চন্দ্র রায় বাদী হয়ে স্থানীয় মডেল থানায় রবিবার মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর চাকলা বাজারে। অধীর জানান, তার বোন দিনাজপুর সরকারী কলেজে ইংরেজী বিভাগে বিএ অনার্স ৩য় বর্ষের ছাত্রী। স্থানীয় চাকলা বাজারের মা স্টুডিওর মালিক জনৈক জয়েচ (২৮) গোপনে তার বোনের ছবি সংগ্রহ করে অশ্লীল ভিডিও তৈরি করে পারিবারিক পরিচিতিসহ ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দেয়। তার কম্পিউটার থেকে মোবাইলে নেয়া এলাকার বহু মেয়ের অশ্লীল ভিডিও ছেলেদের হাতে হাতে। ঘটনা ফাঁস হলে গণপিটুনি এড়াতে জয়েচ গাঢাকা দিয়েছে। তার পিতার নাম আব্দুস সামাদ। একই ইউনিয়নের বাঘাচোরা হাজী পাড়ায় তার বাড়ি। ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ আগস্ট ॥ পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনকে বেদম মারপিট করে লুটতরাজ চালিয়েছে। শনিবার রাতে ডাকাতরা তার বাড়ির দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মোবাইল ফোন কেড়ে নিয়ে বেদম মারপিট করে। এরপর ১টি ডিসকোভার ১২৫ সিসি মোটরসাইকেল ও লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুটে নিয়ে চম্পট দেয়।
×