ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিক

প্রথম স্বর্ণ মার্কিন শূটার ভার্জিনিয়ার

প্রকাশিত: ০৮:০৫, ৭ আগস্ট ২০১৬

প্রথম স্বর্ণ মার্কিন শূটার ভার্জিনিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ চীনের প্রমীলা শূটার ই-সিলিং ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে গত ২০১২ লন্ডন অলিম্পিকের প্রথম স্বর্ণপদকটি জিতেছিলেন। এবারের রিও অলিম্পিকেও ফেভারিট ছিলেন তিনিই। শনিবার গেমসের উদ্বোধনী দিনে তিনি পদক জিতলেন ঠিকই। তবে সেটা স্বর্ণ নয়, তাম্রপদক! সোনা জিতেছেন আরেকজন। তিনি ১৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থ্রেশার (স্কোর ২০৮ পয়েন্ট)। রৌপ্যপদক জেতেন চীনের দু-লি (২০৭)। আর তাম্রপদক বিজয়িনীর (১৮৫.৭) কথা তো আগেই বলা হয়েছে। উল্লেখ্য, ভার্জিনিয়ার এটিই হচ্ছে অভিষেক অলিম্পিক।
×