ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিজ বোমা হামলা মামলার প্রধান আসামি মাসুদের মা-বাবা আটক

প্রকাশিত: ০৫:২৯, ৭ আগস্ট ২০১৬

সিরিজ বোমা হামলা মামলার প্রধান আসামি মাসুদের মা-বাবা আটক

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ আগস্ট ॥ ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা মামলার প্রধান আসামি আব্দুর রহমান মাসুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়েছে পুলিশ। শনিবার দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ীর নিজবাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক মাসুদের বাবার নাম আব্দুল মালেক এবং মায়ের নাম মমতাজ বেগম। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির জানান, মাসুদ ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার প্রধান আসামি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদের বাবা-মা পুলিশকে জানিয়েছেন, ২০১৫ সালে তুরস্কে গিয়ে মাসুদ আর দেশে ফিরেনি। মাসুদ ইলেট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার। মাসুদ সর্বশেষ টঙ্গীতে আকিজ গ্রুপে কর্মরত ছিলেন। পুলিশ ধারণা করছে, মাসুদ এখন আইএসে যোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য মাসুদের বাবা-মাকে আনা হয়েছে। মাসুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে নিয়ে আসার সময় উপস্থিত থাকা আশুলিয়া থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান, উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে তাদের থানায় নিয়ে আসা হয়। পরে তাদের ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) সাভার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হস্তান্তর করা হয়েছে।
×