ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাত বছর পর চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি

প্রকাশিত: ০৪:০৭, ৭ আগস্ট ২০১৬

সাত বছর পর চট্টগ্রাম মহানগর  বিএনপির কমিটি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাঁচ সদস্যের অপূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে দিয়ে সাত বছর পর অবশেষে মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংগঠন। কমিটিতে ডা. শাহাদৎ হোসেনকে সভাপতি এবং নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিন সদস্যের এই নতুন কমিটিতে সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানকে একই পদে রাখা হয়েছে বলে জানা গেছে। নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান কেন্দ্রীয় নেতাদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংগঠনের স্থায়ী কমিটি ঘোষণার পর দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম মহানগর নতুন কমিটির সদ্যদের নাম আমাদের জানান। কমিটিতে ডা. শাহাদাৎ হোসেনকে সভাপতি এবং আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি আরও জানান, নগর বিএনপির সভাপতির পদ থেকে বাদ পড়া আমির খসরু মাহমুদ চৌধুরীকে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। এর আগে সম্প্রতি বিএনপির কাউন্সিলের পর ডা. শাহাদাৎ হোসেনকে কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। অন্যদিকে আবুল হাশেম বক্কর কেন্দ্রীয় কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদকের পদ দেয়া হয়েছি। ২০১০ সালে চট্টগ্রাম মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
×