ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুস্মিতা পাত্রর এ্যালবাম ‘হৃদিমাঝারে’

প্রকাশিত: ০৩:৫৪, ৭ আগস্ট ২০১৬

সুস্মিতা পাত্রর এ্যালবাম ‘হৃদিমাঝারে’

স্টাফ রিপোর্টার ॥ বাইশে শ্রাবণ উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্র একাডেমির সৌজন্যে ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড প্রকাশ করছে রবীন্দ্র সঙ্গীতের এ্যালবাম-‘হৃদিমাঝারে’। এটি ওপার বাংলার শিল্পী সুস্মিতা পাত্রের বাংলাদেশে প্রকাশিত প্রথম এ্যালবাম। এর আগে বিভিন্ন সময়ে সুস্মিতার তিনটি রবীন্দ্রসঙ্গীতের একক-এ্যালবাম ওপার বাংলায় প্রকাশ পেয়েছে। এই এ্যালবাম কবিগুরু রবীন্দ্রনাথের আটটি টপ্পা অঙ্গের গান দিয়ে সাজানো হয়েছে, যার ছত্রে ছত্রে ছড়িয়ে থাকা বেদনা ও করুণার অনুভূতি সুস্মিতার দরদী কণ্ঠে এবং নিজস্ব গায়নভঙ্গিতে অভূতপূর্বভাবে প্রকাশিত হয়েছে। এই কাজে সুস্মিতাকে যোগ্য সঙ্গত করেছেন- ওপার বাংলার প্রখ্যাত এস্রাজবাদক শ্রী সৌগত দাস ও বংশীবাদক শ্রী সুশান্ত নন্দী। গত রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত রবীন্দ্র-সন্ধ্যায় বেশকিছু অপ্রচলিত গান গেয়ে সুস্মিতা ঢাকার শ্রোতাদের মন জয় করেন। বাংলাদেশের আতিথ্যে ও আয়োজনে আপ্লুত হয়ে সুস্মিতা সে সময়ই এই ব্যতিক্রমী এ্যালবামের পরিকল্পনা করেন এবং বাংলাদেশবাসীকে তা উপহার দেবার সঙ্কল্প করেন। যা তিনি এ্যালবামের উৎসর্গ বাণীতে উল্লেখ করেছেন। এ্যালবামের গানগুলো বিশ্বের রবীন্দ্রপ্রেমী, বাংলাভাষী মানুষ পছন্দ করবেন।
×