ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে পুলিশের ওপর বোমা নিক্ষেপের পর ২ শিবির নেতা গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫:৪৬, ৬ আগস্ট ২০১৬

যশোরে পুলিশের  ওপর বোমা  নিক্ষেপের পর  ২ শিবির নেতা  গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার দুই শীর্ষনেতা গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বুন্দলিতলায় টহল পুলিশের ওপর বোমা হামলা করলে পুলিশের পাল্টা গুলিতে তারা গুলিবিদ্ধ হয়। রাতেই তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি রামদা, শিবিরের চাঁদা আদায়ের রসিদ এবং ‘জিহাদী’ বই উদ্ধার করার দাবি করেছে। আহতদের মধ্যে ইস্রাফিল চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এবং রুহুল আমিন সাহিত্য সম্পাদক। চৌগাছা থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে টহল পুলিশ উপজেলার বুন্দলিতলায় অবস্থান করছিল। এ সময় ওই রাস্তা দিয়ে দুটি মোটরসাইকেল যেতে দেখে পুলিশ তাদের থামার জন্য সিগন্যাল দেয়। কিন্তু মোটরসাইকেল আরোহীরা না থেমে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে পুলিশের এএসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল জহিরুল হক আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৫-৭ রাউন্ড গুলি ছোড়ে। এতে মোটরসাইকেল আরোহী দুই তরুণ আহত হয়। আহতরা হলো উপজেলার চুটারহুদা গ্রামের আবদুর রহমানের ছেলে ইস্রাফিল হোসেন এবং নারায়ণপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে রুহুল আমিন। তবে গুলিবিদ্ধরা দাবি করেছে বুধবার রাতেই পুলিশ তাদের আটক করে। সেই থেকে তারা পুলিশ হেফাজতেই ছিল।
×