ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিটিভিতে ‘বাদল-বাউল একতারা’ আজ

প্রকাশিত: ০৪:০২, ৬ আগস্ট ২০১৬

বিটিভিতে ‘বাদল-বাউল একতারা’ আজ

স্টাফ রিপোর্টার ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে আজ শনিবার বেলা ১২-১০ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বাদল-বাউল একতারা’। অনুষ্ঠানে বিশ্ব কবির বর্ষার গানের ডালি নিয়ে হাজির হবে স্বনামধন্য সঙ্গীত সংগঠন গীতিসত্র ও কোটালীপাড়া রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা। অনুষ্ঠান গ্রন্থনা ও সঙ্গীত পরিচালনা করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সঞ্জয় রায়। সঞ্জয় রায় জানান, আমি কবিগুরুর প্রয়াণ দিবস মানে কোন শোকের দিবস মনে করি না। তিনি মৃত্যুঞ্জয়ী। তাঁর সৃষ্টি কর্মের মধ্যেই তিনি বেঁচে আছেন এবং থাকবেন। তিনি তাঁর গানে ও সাহিত্যে প্রকৃতির অপার মহিমা তিনি বর্ণনা করে গেছেন। বর্ষাকে তিনি বেশি করে তুলে ধরেছেন তার গানে। যেহেতু এখন বর্ষাকাল। তাই তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে আমরা তাঁর বর্ষার গানকেই বেছে নিয়েছি। কিছু দলীয় ও একক গান দিয়ে সাজিয়েছি এ অনুষ্ঠান। ‘বাদল বাউল বাজায় রে একতারা’, ‘মোর ভাবনারে কি হাওয়ায়’, ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘মন মোর মেঘের সঙ্গী’সহ বেশ কিছু একক গান আমাদের পরিবেশনায় রয়েছে। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ রয়েছে রবীন্দ্র রচনা থেকে বর্ষা বিষয়ক বিশেষ পাঠ। এতে অংশ নেবেন কবি তপন বাগচী ও হাসান মাহমুদ। অনুষ্ঠানে একক গানে অংশ নিয়েছেন শিল্পী সঞ্জয় রায়, গুলজার হোসেন উজ্জ্বল ও প্রতিমা রায়। সম্মেলক গানে কণ্ঠ দিয়েছেন বর্ণালী সরকার, অদিতি বাইন, লপিতা দাস, অভিজিৎ পা-ে, অসীম বাইন প্রমুখ।
×