ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছোট পর্দার আয়োজন

প্রকাশিত: ০৪:০১, ৬ আগস্ট ২০১৬

ছোট পর্দার আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ আজ ২২ শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে বিটিভিসহ দেশের স্যাটেলাইট চ্যানেল বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বিশেষ নাটক, টেলিফিল্ম, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যনাট্য, আবৃত্তি, আলোচনা অনুষ্ঠান, তথ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনী। চ্যানেলগুলোর বিশেষ অনুষ্ঠান নিয়ে এ প্রতিবেদন। দেশটিভি : আজ শনিবার সন্ধ্যা ৬টায় প্রচার হবে রবীন্দ্র প্রয়াণের বিশেষ সঙ্গীতানুষ্ঠান বিশ্ব মাঝে আপনারে দেখি। অনুষ্ঠানে গাইবে শিল্পী প্রমিতা মল্লিক। রাত ৮-১৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্র প্রয়াণের বিশেষ আয়োজন নূপুর বেজে যায়। রাত ৯-৪৫ লাইভ মিউজিক্যাল অনুষ্ঠান তবু অনন্ত জাগে। এতে গাইবেন শিল্পী মহিউজ্জামান চৌধুরী ময়না ও শিমু দে। আবৃত্তি করবেন হাসান আরিফ। এটিএন বাংলা : রবীন্দ্র প্রয়াণ দিবসে আজ এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ আয়োজন ‘মৌনমুখর শব্দাবলী’। অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা পাঠে অংশগ্রহণ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শারমিন লাকী, মুনিরা ইউসুফ মেমী, মাহিদুল ইসলাম, আরমান পারভেজ মুরাদ। সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার করা হবে আজ শনিবার বেলা ১-১৫ মিনিটে। দীপ্ত টিভি : দীপ্ত টিভির বিশেষ আয়োজনে আজ বেলা ৪-৩০ মিনিটে প্রচার হবে গীতিনৃত্যনাট্য ‘ভানু সিংহের পদাবলী’। সামিনা হোসেন প্রেমার নির্দেশনায় কবিগুরুর এই নৃত্যনাট্যটি পরিবেশন করেছেন ভাবনা। রাধা-কৃষ্ণর প্রেম, বিরহ, মিলন ইত্যাদি যুগল প্রেমকাহিনী নিয়ে রচিত ভানুসিংহের পদাবলীকে ভাবনা মনিপুরী নৃত্যের ঢং-এ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। এখানে রাধার চরিত্রে সামিনা হোসেন প্রেমা ও কৃষ্ণর চরিত্রে অভিনয় করেছেন আবু নাইম। এছাড়াও অভিনয় করেন-ইমন, হামিদ, বিশ্বজিৎ, সুস্মিতা, লোপা, মধুরিমা দে, অর্পনা প্রমুখ। চ্যানেল আই : সকাল ৭-৩০ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে রবীন্দ্রনাথকে স্মরণে বরণে অনুষ্ঠান ‘সারাদিন রবীন্দ্রনাথ’। অনুষ্ঠানে থাকবে গান, কবিতা, আবৃত্তি পাঠ ও আলোচনা। অনুষ্ঠানে অংশ নেবেন বরণ্য কবি, সাহিত্যিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ও শিল্পীবৃন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে চলচ্চিত্র ‘তুমি রবে নীরবে’ পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম সুমী। প্রচার হবে বিকেল ২.৪০ মিনিটে। রাত ৭-৫০ মিনিটে রয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যার একক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শাইখ সিরাজের ‘গণমানুষের রবীন্দ্রনাথ’ প্রচার হবে রাত ৯-৪৫ মিনিটে। এনটিভি : ভোর ৬.১৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘প্রতিদিনের সূর্য’। আলফ্রেড খোকনের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বদরুদ্দিন উমর, ড. খালিকুজ্জামান ইলিয়াস ও রাজু আলাউদ্দিন। ভোর ৬-৫৫ মিনিটে প্রচার ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘নতুন কণ্ঠে রবীন্দ্রনাথ’। মুনমুনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও মনোবিজ্ঞানী মেহতাব খানম। বেলা ১২-২০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শিশির’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন অয়ন চৌধুরী এবং পরিচালনা করেছেন নাহিদ বাবু। অভিনয় করেছেন প্রভা, আবির, অপর্ণা, চিত্রলেখা গুহ, মামুন প্রমুখ। বেলা ১-২৫ মিনিটে প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘স্টোরি অব গীতাঞ্জলি’। বিকেল ৫-৩০ মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নৃত্যালোকে রবীন্দ্রনাথ’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নূজহাত সাওম। রাত ১১-৩০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে নাটক ‘চারু এবং অন্যান্য’। তুহিন অবন্তর চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা সাহা মীম, মাজনুন মিজান, আজিজুল হাকিম, নির্মি মৌ প্রমুখ। ইটিভি : একুশে টেলিভিশনের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সুরে সুরে গানে গানে’। অনুষ্ঠানটি আজ সকাল ৭টা ৪৫মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রঞ্জন মল্লিক। জিনিয়া জাফরিন লুইপার উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট রবন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন। কবি গুরু রবীন্দ্রনাথের বিখ্যাত গানগুলোর মধ্য থেকে অদিতি মহসিন একে একে পরিবেশেন করেন ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’, ‘আমারি তুমি অশেষ করেছ’, ‘আমি কান পেতে রই’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘শাওন গগনে ঘোর ঘন ঘটা’ এবং ‘মেঘের পরে মেঘ জমেছে’ প্রভৃতি গান।
×