ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গয়েশ্বরের জাইমা বিলাস

প্রকাশিত: ০৫:৩৭, ৫ আগস্ট ২০১৬

গয়েশ্বরের জাইমা বিলাস

স্টাফ রিপোর্টার ॥ সরকার যেমন ২০২১ আর ২০৪১-এর ভিশন দিচ্ছে বিএনপিও তেমন নেতৃত্বের প্রজন্ম পরিবর্তন করছে। বেগম খালেদা জিয়ার পর তারেক রহমান তারপর তার কন্যা জাইমা রহমানকে নিয়ে চিন্তা করছে। তৃতীয় প্রজন্মের বা থ্রি জি নেত্রীর বয়স কেবল ১৮। দেশের আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী হওয়ার বয়স থেকেও জাইমা বেশ দূরে অবস্থান করছে। জাইমা উপযুক্ত বয়সে পৌঁছাতে পৌঁছাতে সরকারের ২০২১-এর লক্ষ্য বাস্তবায়ন করবে। আর ততদিনে জাইমা উপযুক্ত হবে দেশের নির্বাচনী কাঠামোর জন্য। বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় সেই ইঙ্গিতই দিয়েছেন। তিনি ঘুষ গ্রহণের মামলায় তারেক রহমানকে নির্বাচন থেকে ‘দূরে রাখতে’ এ সাজা দেয়া হয়েছে অভিযোগ করে বিএনপি নেতা বলেছেন, শেখ হাসিনাকে পরাস্ত করতে খালেদা জিয়ার নাতনি জাইমাই যথেষ্ট। গয়েশ্বর বলেন, আমি এটা নিশ্চিত করে বলতে পারি, আপনি (শেখ হাসিনা) যদি তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সঙ্গে নির্বাচন করেন, তাহলে জয়লাভ তো দূরের কথা জামানত টিকিয়ে রাখতে পারবেন কিনা সন্দেহ। সুতরাং এই যে মামলা দেন, জেল দেন, তারপরেও কিন্তু আপনার শেষ রক্ষা হবে না।
×