ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোস্টওয়ান্টেড ‘নিখোঁজ’ ৩০, যে কোন সময় নাশকতা চালাতে পারে

প্রকাশিত: ০৫:৩৬, ৫ আগস্ট ২০১৬

মোস্টওয়ান্টেড ‘নিখোঁজ’ ৩০, যে কোন সময় নাশকতা চালাতে পারে

গাফফার খান চৌধুরী ॥ বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়াদের ৩০ জনকে মোস্টওয়ান্টেডের তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে বেসরকারী একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, ইয়েমেনে আটক দু’জন ছাড়াও এ বছরের ফেব্রুয়ারিতে শাহবাগ থেকে গ্রেফতারের পর জামিনে ছাড়া পাওয়া তিনজন রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, মোস্টওয়ান্টেডরা দেশে বড় ধরনের নাশকতা চালাতে পারে। বর্তমানে নিখোঁজের সংখ্যা আড়াই শ’ ছাড়িয়েছে। এর মধ্যে অন্তত ১১০ জন জঙ্গীবাদে জড়িয়েছে। নিখোঁজদের মধ্যে বুধবারও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জুনায়েদ হোসেন ফেরত এসেছে। ইতোপূর্বেও দশজন পরিবারের কাছে ফিরেছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ১৫ থেকে ৩৫ কিংবা তার অধিক বয়সীদের নিখোঁজের তালিকায় রয়েছে অন্তত আড়াই শ’। এর মধ্যে অন্তত ১১০ জন আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং উচ্চবিত্ত পরিবারের সন্তান। তারা জঙ্গীবাদে জড়িয়ে পড়েছে। এদের কেউ কেউ আবার সিরিয়া বা ইরাকে জিহাদ করতে গেছে। নিখোঁজদের মধ্যে বনানীর তাওসীফ হোসেন, খিলগাঁও চৌধুরীরপাড়ার ডাঃ রোকনুদ্দীন খন্দকার, তার স্ত্রী নাইমা আক্তার, তাদের দুই মেয়ে রেজওয়ানা রোকন ও রামিতা রোকন, ছেলে সাদ কায়েস, ঢাকার তেজগাঁওয়ের মোহাম্মদ বাসারুজ্জামান, বাড্ডার জুনায়েদ খান, চাঁপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী, ঢাকার আশরাফ মোহাম্মদ ইসলাম, ঢাকার ইব্রাহীম হাসান খান, লক্ষ্মীপুরের এটিএম তাজউদ্দিন, ঢাকার ধানম-ির জুবায়েদুর রহিম, সিলেটের মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি, মোহাম্মদপুরের জুন্নুন শিকদার (জঙ্গীবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে একবার গ্রেফতার হয়ে-জামিনে মুক্ত)। সর্বশেষ নিখোঁজদের বিশেষ তালিকায় স্থান পায় রিদওয়ান ইসলাম তুহিন, আব্দুর রহমান মাসুদ, ডাঃ আরাফাত আল আজাদ ওরফে আবু খালিদ আল বাঙ্গালী ওরফে ডাঃ তুষার, সাবেক নির্বাচন কমিশনার মরহুম সাইফুর রহমানের ছেলে তাহমিদ রহমান সাফি ওরফে আবু ইছা আল বাঙ্গালী, অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ আবু মূসার ছেলে সাইমুন হাছিব মোনাজ, অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ ইকবালের জামাতা একেএম তাকিউর রহমান, সায়মা আক্তার মুক্তা ও তার বোন রাবেয়া আক্তার টুম্পা। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রেজাউর রাজ্জাকও নিখোঁজ রয়েছেন। এসব নিখোঁজ ছাড়াও ২০১০ সালে ইয়েমেনে যাওয়া এক ছাত্রী তাছমুদা হায়দার, রেজোয়ান শরীফ ও মাইনুদ্দিন শরীফের অবস্থান জানতে মরিয়া গোয়েন্দা সংস্থাগুলো। ইয়েমেনে ৫ জন গেলেও তেহজীব ব্রিটিশ এয়ারলাইন্স উড়িয়ে দেয়ার চক্রান্তের দায়ে গ্রেফতার হয়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত আর নাফিস আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে গ্রেফতার হয়ে ৩০ বছরের সাজাপ্রাপ্ত। ওই সময় গ্রেফতার হয় রেজোয়ান ও মাইনুদ্দিন। পরবর্তীতে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয় বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। বাংলাদেশে আসার পর থেকেই তারা নিখোঁজ। এ বছরের ৯ ফেব্রুয়ারি শাহবাগ শিশুপার্ক, ঢাকা ক্লাব ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হামলা করার জন্য রেকির সময় গ্রেফতার রাইয়ান মিনহাজ ওরফে রাইমু ওরফে আরমি (২৪), আহম্মেদ শাম্মুর রাইহান ওরফে চিলার (২৩) ও তৌহিদ বিন আহম্মেদ ওরফে রিয়াজ ওরফে কাচ্চি (২৪) জামিনে ছাড়া পেয়ে লাপাত্তা। নিখোঁজদের যে তালিকা বিভিন্ন সময় প্রকাশিত হয় তাদের মধ্যে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী ও কল্যাণপুরে জঙ্গী আস্তানায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত সেজাদ ওরফে অর্কের মৃত্যু হয়। গোয়েন্দা সূত্র বলছে, নিখোঁজদের মধ্যে এরা মোস্টওয়ান্টেড। তারা যে কোন সময় দেশে বড় ধরনের নাশকতা চালাতে পারে। এদিকে চট্টগ্রাম থেকে নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জুনায়েদ হোসেন আকিবের সন্ধান মিলেছে। বুধবার গভীর রাতে পরিবারের সঙ্গে যোগাযোগ হয় আকিবের। বসুন্ধরা এলাকা থেকে জুনায়েদের সন্ধান মেলে। জুনায়েদের পাশাপাশি গাড়িচালক নিখোঁজ মোস্তফারও সন্ধান মেলে চট্টগ্রামে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, নিখোঁজ দুই বোন সায়মা আক্তার মুক্তা ও রাবেয়া আক্তার টুম্পা সিরিয়ায় অবস্থান করছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের করফা গ্রামের প্রয়াত ছোলেমান শেখের মেয়ে সায়মা আক্তার মুক্তা ও রাবেয়া আক্তার টুম্পা স্বামী-সন্তানসহ কয়েক বছর ধরে নিখোঁজ। মুক্তা ও টুম্পার বিয়ে হয়েছিল খুলনার পাকুড়তিয়া গ্রামের একেএম আবুল হাসনাতের দুই ছেলে সাইফুল হক সুজন ও শরীফুল হক ইমনের সঙ্গে। এদের মধ্যে মুক্তার স্বামী সুজন ২০১৫ সালে সিরিয়ায় আইএসের আস্তানায় বিমান হামলায় নিহত হয় বলে টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক জানান।
×