ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষকের দ্বিমুখী প্রস্তুতি

যমুনার পূর্বে বন্যা পশ্চিমে খরা

প্রকাশিত: ০৪:২১, ৫ আগস্ট ২০১৬

যমুনার পূর্বে বন্যা পশ্চিমে খরা

সমুদ্র হক, বগুড়া অফিস ॥ একদিকে বন্যা আরেক দিকে খরা। এবার বগুড়ায় বন্যা হয়েছে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রন মূল বাঁধের যমুনার পূর্ব পাশে। যমুনার পশ্চিম পাশে বন্যা হয়নি। এখনও শুকনো। বিরাজ করছে খরা অবস্থা। এই এলাকার কৃষক কেউ বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় রোপা আমনের চারা তৈরি করছে। কেউ সেচ দিয়ে আমনের চারা রোপণ করছে। বাস্তব চিত্রে দেখা যায় যমুনা তীরের সারিয়াকান্দি এলাকায় নদীর পূর্ব পাশের কয়েকটি এলাকা বন্যাকবলিত হয়েছে। গত কয়েক বছরে হার্ড পয়েন্ট, রিভেটমেন্ট, দীর্ঘ বাঁধ নির্মাণের ফলে যমুনার বড় একটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা গেছে। উজান থেকে নেমে আসা ঢলের পানি এবং বৃষ্টির পানিতে বন্যা দেখা দিয়েছে মূল বাঁধের পূর্বে। বন্যার আগে এই এলাকার কৃষক কেবলই রোপা আমন ও গাইঞ্জা ধান আবাদের প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই ঢলের পানি ঢুকে পড়ে। বন্যার্তরা আশ্রয় নেয় বাঁধের ওপর। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ফেরারও প্রস্তুতি নিয়েছে। পানি কমতেও শুরু করেছে। বন্যা এলাকায় রোপা আমন আবাদের বিষয়ে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ পরিচালক কামাল উদ্দিন জানান, সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে যদি জমি থেকে পানি নেমে যায় তাহলেও রোপা আমনের চারা রোপণ করা যাবে। যমুনার পশ্চিম পাশের কৃষক এই চারা তৈরি করছে।
×