ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে সামাজিক বনায়নে ৬ শতাধিক পরিবার স্বাবলম্বী

প্রকাশিত: ০৬:২২, ৪ আগস্ট ২০১৬

কক্সবাজারে সামাজিক বনায়নে ৬ শতাধিক পরিবার স্বাবলম্বী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার উত্তর ও দক্ষিণ বনবিভাগের অধীনে সামাজিক বনায়নের মাধ্যমে জেলার পাঁচটি উপজেলায় অনেক অসহায় ও দরিদ্র পরিবারের আর্থ-সামাজিক পরিবর্তন ঘটেছে। বনায়নের মধ্য দিয়ে এলাকার নারী ও পুরুষরা নিজেদের ভাগ্য বদলাতে সক্ষম হয়েছে। বন বিভাগের সম্পত্তির ওপর রোপণকৃত বনায়নসমূহ অংশীদারিত্বের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করে নির্ধারিত সময়ে বনায়নের গাছ বিক্রির লাখ লাখ টাকা হাতে পেয়েছে উপকারভোগীরা। লভ্যাংশের নগদ টাকা পেয়ে সুখের স্বপ্ন বাস্তবায়ন করছে ৬০৩ উপকারভোগী নারী-পুরুষ। তাদের এ সাফল্য দেখে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে নতুনভাবে এগিয়ে এসেছেন অনেক বেকার যুবক। রামু ঈদগড় রাজঘাট এলাকার নুরুল আজিমের স্ত্রী তফুরা বেগম বলেন, সামাজিক বনায়নের টাকা পেয়ে তার আর্থ-সামাজিক পরিবর্তন ঘটেছে। বন ও বনায়ন রক্ষণাবেক্ষণ করে তার মতো আরও ৬ শতাধিক অংশীদার সামাজিক বনায়নের গাছ বিক্রির লভ্যাংশের টাকা পেয়ে বর্তমানে স্বাবলম্বী বলে জানান উপকারভোগী সদস্যরা। জানা গেছে, বন বিভাগের জমিতে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু করে ২০০১ সাল থেকে। ওই এলাকার প্রায় দেড় হাজার অসহায় অতিদরিদ্র উপকারভোগী নারী-পুরুষ বন বিভাগের সঙ্গে সরকারীভাবে নির্ধারিত অংশীদারিত্বমূলক দলিল চুক্তির মাধ্যমে বনায়ন তৈরি করে আসছে। আমসহ দেশীয় জাতের ফল, আকাশ মনি, ইউক্যালিপটাস ও স্বল্প মেয়াদি চারা রোপণ করা হয়েছে বনায়নে। এছাড়াও প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করে চলছে। বাগেরহাটে ছাত্রী ধর্ষিত ॥ ইমাম আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে এক ইমামের বিরুদ্ধে মক্তবের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্ত ইমামকে আটক করে। ওই ছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বুধবার পুলিশী প্রহরায় তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভিকটিমের পরিবার ও এলাকাবাসী। জানা গেছে, উপজেলার কড়বাড়িয়া কাটাগাংকুল জামে মসজিদে বায়োজিদ শেখ নামে এক ব্যক্তি গত দুুই বছর আগে ইমামতির দায়িত্ব নেন। বায়োজিদ নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের মুজিবর শেখের পুত্র। মসজিদে ইমামতির পাশাপাশি গ্রামের ছেলেমেয়েদের মক্তবে পড়াশোনা করান তিনি। এ সুযোগে ইমাম বায়োজিদ ওই মক্তবের ১৪ বছর বয়সী এক ছাত্রীকে কৌশলে ধর্ষণ করে। বর্তমানে ওই ছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি পরিবারের নজরে আসে।
×