ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে সুইজারল্যান্ড ও স্পেন

প্রকাশিত: ০৮:৩১, ৩ আগস্ট ২০১৬

বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে সুইজারল্যান্ড ও স্পেন

কূটনৈতিক রিপোর্টার ॥ নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে সুইজারল্যান্ড ও স্পেন। দেশ দুইটি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের ওপরও আস্থা রেখেছে। এছাড়া বাংলাদেশকে ৭০টি লোকোমোটিভ ইঞ্জিন সরবরাহ করবে দুই দেশের যৌথ কোম্পানি স্টাডলার রেল ভ্যালেন্সিয়া। মঙ্গলবার ঢাকার সুইজারল্যান্ড ও স্পেন দূতাবাসের এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, স্পেনভিত্তিক সুইস প্রতিষ্ঠান স্টাডলার রেল ভ্যালেন্সিয়া বাংলাদেশ রেলওয়েকে লোকোমোটিভ ইঞ্জিন ও প্রযুক্তিগত সহযোগিতা করবে। প্রতিষ্ঠানটি রেলওয়েকে ৩০টি লোকোমোটিভ সরবরাহ করবে। আরও ৪০টি লোকোমোটিভ আংশিকভাবে বাংলাদেশে প্রস্তুতের জন্য প্রযুক্তিগত সহযোগিতা দেবে। এ প্রকল্প বাস্তবায়নে ১০০ ভাগ অর্থায়ন করবে তারা। বাংলাদেশ রেলওয়ের দরপত্রে অংশ নেয়ার মাধ্যমে স্টাডলার রেল এ প্রকল্পের কাজ পেয়েছে।
×