ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে ট্রাক কেড়ে নিল মেধাবী ছাত্রের প্রাণ

প্রকাশিত: ০৫:৫৬, ৩ আগস্ট ২০১৬

দাউদকান্দিতে ট্রাক কেড়ে নিল মেধাবী ছাত্রের প্রাণ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২ আগস্ট ॥ মঙ্গলবার সকালে দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল জাবেদ হোসেন (১২) এক মেধাবী ছাত্রের প্রাণ। সে উপজেলার জিংলাতলী ইউনিয়নের রামপুর গ্রামের কবির হোসেনের পুত্র এবং রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র। জানা গেছে, জাবেদ হেসেন বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রামপুরে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক চাপা দেয়। মৃত্যুর সংবাদ স্কুলে ছড়িয়ে পড়লে ছাত্র-শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রূপগঞ্জে মাছ ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন সেতু এলাকায় দ্রুতগামী ট্রাক চাপায় কানাই চন্দ্র বর্মণ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে এ দুর্ঘটনা। নিহত কানাই চন্দ্র বর্মণ উপজেলার কেন্দুয়া জেলেপাড়া এলাকার নিতাই চন্দ্র বর্মণের ছেলে। ভালুকায় হেলপার নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ভালুকা পৌরসদরের হাইস্কুল মোড় নামকস্থানে মঙ্গলবার ভোরে একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার আব্দুস সামাদ (৩৫) ঘটনাস্থলেই মারা যায়। নিহত সামাদের বাড়ি ত্রিশাল উপজেলায়। এ সময় ৮ যাত্রী আহত হন। কালিয়াকৈরে যুবক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে মঙ্গলবার পিকআপ ভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম দেলোয়ার হোসেন ওরফে দিল্লু শেখ (৩২)। জানা গেছে, চন্দ্রা পল্লী বিদ্যুত জোড়াপাম্প এলাকায় চন্দ্রাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী দিলু শেখকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। অবশেষে চবি ছাত্রলীগের সংশোধিত কমিটি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাদের সমর্থকদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে অবশেষে সংশোধন করা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। সংশোধিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন আবদুল হান্নান সাব্বির। আর কার্যকরী কমিটির কলেবর বেড়ে ২৬২ সদস্যবিশিষ্ট কমিটিতে উন্নীত হলো। জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সোমবার সংশোধিত পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। তবে সহ-সভাপতি হিসেবে আবদুল হান্নান সাব্বিরের নাম টাইপিং মিসটেকজনিত কারণে বাদ পড়েছিল বলে কেন্দ্র থেকে জানানো হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর দেয়া তালিকায় নাম ছিল চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আবদুল হান্নান সাব্বিরের। সংশোধিত কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করায় সহ-সভাপতি হলেন ৪২ জন।
×