ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী সন্দেহে শাবি ক্যাম্পাস থেকে আরেক শিক্ষার্থী আটক

প্রকাশিত: ০৫:৪০, ৩ আগস্ট ২০১৬

জঙ্গী সন্দেহে শাবি ক্যাম্পাস থেকে আরেক শিক্ষার্থী আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এছাড়া জঙ্গীবিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে বোমাসহ এবং রংপুরে দুই জামায়াত কর্মীসহ ৪৫ জনকে আটক করা হয়েছে। ঢাকার বাইরে থেকে স্টাফ রিপোর্টার ও সংবাদদাতাদের পাঠানো খবর। সিলেট ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জঙ্গী সন্দেহে একজনকে আটকের দুই সপ্তাহ পর আরেক শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইফাত আহমেদ চৌধুরী নাহিদকে আটক করা হয়। নাহিদ বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। সে এর আগে আটক আবদুল আজিজের সহপাঠী। গত ১৯ জুলাই ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা জঙ্গী সন্দেহে আজিজকে আটক করে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার বলেন, এবারও কাউকে কিছু না জানিয়েই আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল ক্যাম্পাস থেকে নাহিদকে আটক করে নিয়ে যায়। পরে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা ওই তরুণকে জঙ্গী সন্দেহে আটক করে নিয়ে গেছে। এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু জানানো সম্ভব নয়। চাঁপাইনবাবগঞ্জ ॥ জেলার সদর উপজেলার চামাগ্রাম থেকে সোমবার রাতে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে বোমাসহ আটক করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, চামাগ্রামে একটি নাইট স্কুলে জামায়াত-শিবির গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ২১ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় আধা কেজি গান পাউডার ও ৩০টি ককটেল। রংপুর ॥ জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
×