ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান আশরাফুল মকবুল

প্রকাশিত: ০৬:২৬, ২ আগস্ট ২০১৬

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান আশরাফুল মকবুল

জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক সিনিয়র সচিব আশরাফুল মকবুলকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি তিনি সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। আশরাফুল মকবুল ১৯৮১ সালের জানুয়ারিতে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৫ বছরের পেশাজীবনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়সহ মাঠপর্যায়েও প্রশাসকের দায়িত্ব সুচারুভাবে দক্ষতার সাথে পালন করেন। -বিজ্ঞপ্তি নাজমুজ্জামান বিজেমমসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজেএমসির পরিচালক (উৎপাদন ও পাট) একে নাজমুজ্জামান গত ২৮ জুন হতে বিজেএমসির চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব পাওয়ার পর হতে তিনি দক্ষতার সাথে বিজেএমসিতে কাজ করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন। ঘুরে দাঁড়িয়েছে জাপানের পুঁজিবাজার অর্থনৈতিক রিপোর্টার ॥ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, তার সরকার অর্থনীতির ধস ঠেকাতে ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২০ লাখ কোটি বাংলাদেশী টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরপরই ঘুরে দাঁড়িয়েছে দেশটির পুঁজিবাজার। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
×