ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মধুচন্দ্রিমার রাতে ঘরে বেরসিক চিতা

প্রকাশিত: ০৬:০৮, ২ আগস্ট ২০১৬

মধুচন্দ্রিমার রাতে ঘরে বেরসিক চিতা

মধুচন্দ্রিমার জন্য পছন্দের জায়গা হিসেবে ভারতের উত্তরাখ-ের নৈনিতালকেই বেছে নিয়েছিলেন এক নবদম্পতি। সুমিত রাঠোর তার স্ত্রী শিবানিকে নিয়ে উঠেছিলেন শহরটির এক হোটেলে। রবিবার রাতে হোটেলে যখন সুমিত ও তার স্ত্রী ঘুমে অচেতন ঠিক তখনই ঘটল ঘটনা। ঝনঝন করে ভেঙ্গে গেল কাঁচের জানালা। এই শব্দে ঘুম ভেঙ্গে যায় সুমিতের। চোখ খুলতেই চক্ষু চড়কগাছ। ওমা, একি ! ঘরের অনাচে-কানাচে দিব্যি ঘুরে বেড়াচ্ছে বড়সড় জ্বলজ্যান্ত এক চিতা। ভয়ে ঘেমে নেয়ে কম্বলের তলায় নতুন বৌকে নিয়ে লুকিয়ে পড়লেন সুমিত। চিতাটি তখন ড্যাবড্যাব করে নতুন বর-বউয়ের দিকে তাকিয়ে রয়েছে। তবে ভাল খবর এই যে মধুচন্দ্রিমায় ব্যাঘ্রমশাই ব্যাঘাত ঘটালেও সেরকম কোন ক্ষতি করেনি। ইতিউতি ঘুরে বেড়ানোর পর সোজা চলে যায় বাথরুমে। বোধহয় খানিকটা লজ্জা পেয়েছিল বাঘটি। এই সুযোগে বাথরুমের দরজা আটকে দেন সুমিত রাঠোর। তৎক্ষণাৎ হোটেল কর্তৃপক্ষকে খবর। আর হোটেল কর্তৃপক্ষ বিষয়টি জানার পর বনদফতরকে জানায়। পরে বনকর্মীরা এসে চিতার দিকে ঘুমপাড়ানি গুলি ছোড়ে। বেগতিক দেখে চিতাটি বাথরুমের জানালা দিয়ে পালায়। ঘণ্টাখানেক পরে বনকর্মীদের অপর এক দল এসে চিতাকে বাগে আনে। বিবিসি অবলম্বনে।
×