ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুয়া সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৯, ২ আগস্ট ২০১৬

ভুয়া সাংবাদিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৪ কার্যালয়ে মোহাম্মদ আলী ম-ল নামে এক ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। তিনি দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকর্তার কাছে এতদিন চাঁদা দাবি করে আসছিলেন। সোমবার দুপুরে মহাখালী রাজউক কার্যালয় থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি মিরপুর এলাকায় বসবাস করেন। পিতার নাম হাইমুন আলী ম-ল। গ্রামের বাড়ি শেরপুর জেলায় ঝিনাইগাতী উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর থেকেই মোহাম্মদ আলী রাজউকের ওই আঞ্চলিক কার্যালয়ে ঘোরাঘুরি করছিলেন এবং মানবকণ্ঠের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকর্তার কক্ষে যান। এক পর্যায়ে তিনি রাজউকের জোন-৪-এর (গুলশান-বারিধারা-বনানী) পরিচালক (যুগ্ম সচিব) সওদাগর মোস্তাফিজুর রহমানের কক্ষে যান। এ ব্যাপারে জানতে চাইলে সওদাগর মোস্তাফিজুর রহমান বলেন, মোহাম্মদ আলী মানবকণ্ঠের ভিজিটিং কার্ড পাঠানোর পরে আমি তাকে সাক্ষাতের সুযোগ দেই। কিন্তু তার কথা-বার্তায় সন্দেহ হয় যে, তিনি আদৌ সাংবাদিক নয়? সত্যতা যাচাই করতে পত্রিকাটির সম্পাদকের সঙ্গে আলাপ করে জানা গেছে ওই ব্যক্তি ঐ পত্রিকাটির সাংবাদিক নয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যপারে বনানী থানার সহকারী পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, তার কাছ থেকে শতাধিক ভিজিটিং কার্ড পাওয়া গেছে। এর মধ্যে মোহাম্মদ আলী (স্টাফ রিপোর্টার) মানবকণ্ঠ ও সময় টিভির বার্তা সম্পাদক পরাগ বাবু নামে কিছু কার্ড রয়েছে। এছাড়া তার কাছ থেকে রাজউক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর সংবলিত ৬০ পাতার একটি ফাইল পাওয়া গেছে।
×