ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজব কান্ড!

প্রকাশিত: ০৫:৩৪, ১ আগস্ট ২০১৬

আজব কান্ড!

লাহোরে গরু ও মহিষের সাক্ষাতকার নিলেন পাকিস্তানের এক সাংবাদিক। শুধু তাই নয় ক্যামেরার সামনে তুলে ধরলেন গরু-মহিষের বক্তব্য। অভাবনীয় এই কাজটি করেছেন পাক সাংবাদিক আমিন হাফিজ। পাক শহর লাহোরের ব্যস্ত রাস্তায় মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে ফুট ওভারব্রিজ। জীবনের ঝুঁকি নিয়ে লাহোরবাসী রাস্তা পারাপার করলেও সেই পথে হাঁটে না মানুষ। তবে নিয়ম মেনে ফুট ওভারব্রিজ ব্যবহার করে এসব চতুষ্পদ প্রাণীরা। এই বিষয়টি নিয়ে খবর করতে গিয়েছিলেন সাংবাদিক আমিন হাফিজ। তিনি সরাসরি একটি গরুকে প্রশ্ন করেন, ‘আপনি এইমাত্র সিঁড়ি বেয়ে নেমে এলেন, আপনাদের পক্ষে এই কাজটি কি খুব সহজ?’ স্বমহিমায় গরুটি একটি আওয়াজ করে। এর পরেই সেই গরুরুবক্তব্য ক্যামেরার সামনে নিজের ভাষায় বুঝিয়ে বলেন সাংবাদিক হাফিজ। সাংবাদিকের বক্তব্য অনুসারে গরুটি বলতে চেয়েছে, ‘আমাদের পক্ষে সিঁড়ি দিয়ে ওঠা নামা করা খুবই কঠিন।’ নিউজ ফুটেজের শেষে এই সাংবাদিক বলেছেন যে গরু-মহিষদের সঙ্গে তিনি কথা বলে জানতে পেরেছেন, ‘এভাবে চার পায়ে সিঁড়ি দিয়ে ওঠা নামা করা কঠিন হলেও এখন তারা অভ্যস্ত হয়ে গিয়েছেন।’ Ñইন্ডিয়া এক্সপ্রেস অবলম্বনে।
×