ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:১৮, ৩১ জুলাই ২০১৬

পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক প্রতিবন্ধীসহ দুই শিশু মারা গেছে। শনিবার শহরের ডোকরোপাড়া গ্রামে ও জালাসী মহল্লায় এ দুটি ঘটনা ঘটে। মৃতরা হলো ডোকরোপাড়া গ্রামের আশরাফুল ইসলামে বাক ও শারীরিক প্রতিবন্ধী ছেলে মোঃ মানিক (১৩) ও জালাসী মহল্লার মফিজুল ইসলামের দেড় বছরের শিশু মোঃ রুহান। স্থানীয়রা জানায়, জালাসী পাড়ার শিশু রুহান সকালে বড় ভাইয়ের পেছন পেছন বাড়ির পাশে একটি পুকুরের কাছে যায়। কিন্তু কখন রুহান পুকুরে পড়ে যায় বুঝতে পারেনি তার বড় ভাইসহ পরিবারের লোকজন। অন্যদিকে শহরের ডোকরোপাড়া মহল্লার বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশু মানিক দুপুরে বাড়ির আশপাশে খেলা করছিল। এক পর্যায়ে সে পুকুরে নেমে পড়ে এবং গভীর পানিতে তলিয়ে যায়। কচুয়ায় শিশু নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর থেকে জানান, কচুয়ায় পানিতে ডুবে সাকিবুল হাছান (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামের মোতালেবের ছেলে সাকিবুল হাছান বাড়িতে খেলা করছিল। খেলার এক ফাঁকে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। নীলফামারীতে শিশু স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, বৃষ্টির পানিতে ভরা ডোবায় পড়ে হাবিবুর রহমান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় ঘটনাটি ঘটে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের খানপাড়া গ্রামে। শিশুটি ওই গ্রামের হিরা মিয়ার সন্তান। এলাকার ওয়ার্ড ইউপি সদস্য ইফসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্ররা মিলনমেলায় স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের মিলনমেলা ছিল শনিবার। ১৯৫৭-৫৮ থেকে ১৯৬৪-৬৫ ব্যাচের শিক্ষার্থীরা এর আয়োজন করেন। স্কুলজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে নষ্টালজিয়ায় আক্রান্ত হন তারা। প্রাক্তন ছাত্র বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ রশীদ-ই-মাহবুব নিরুর সভাপতিত্বে স্মৃতিচারণ করেনÑ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামান, সাবেক সচিব এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য মাকসুদুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম মাহফুজুর রশীদ নীলু, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, অভিনেতা আল মনসুর, জাতীয় দলের সাবেক ফুটবলার নওশের সনম, ইঞ্জিনিয়ার মীর সাখাওয়াত হোসেন, অধ্যাপক আবুল বাসার, এ্যাডভোকেট শামসুজ্জামান মানিক, এ্যাডভোকেট আলাউদ্দিন আহম্মেদ, এ্যাডভোকেট আবুল হোসেন ও আবু তালেব প্রমুখ। ঢাকার একটি হোটেলে আয়োজিত এ ব্যতিক্রম আয়োজনে অর্ধশতাব্দী আগের স্মৃতিজালে বিশেষ পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পাওয়ার দৃশ্য না দেখলে বোঝা যাবে না। সহপাঠীদের কেউ কেউ ইতোমধ্যেই না ফেরার দেশে চলে গেছেন। তাদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। আবার কেউ কেউ অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, তাদের সুস্থতা কামনা করা হয়। অনেকে এসেছিলেন সস্ত্রীক। তাদের বিশেষ ধন্যবাদ জানানো হয়। আয়োজনটির অন্যতম উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান বলেন, ‘এতদিন পর আমার সহপাঠীদের কাছে পাওয়ার অনুভতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’ রাঙ্গামাটিতে ৮ ঘর পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৩০ জুলাই ॥ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের সুটকি পট্টিতে শনিবার দুপুরে অগ্নিকা-ে ৪টি দোকানসহ ৮টি ঘর পুড়ে গেছে। একটি রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে এলাকাবাসী জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্বে আনেন। ক্ষতির পরিমাণ অর্ধকোটি হবে বলে এলাকাবাসী জানান। সাধুর আস্তানায় আগুন সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৩০ জুলাই ॥ দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের গোবিন্দপুর মোল্লারচারাস্থ সাধু জুলমত খার আস্তানায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সাধু জুলমত খা ও সাধু নগেন হালদারকে চুল কেটে এবং পিটিয়ে অমানুষিক নির্যাতন করে। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতিত জুলমত খা একই গ্রামের মৃত খোরশেদ ম-লের ছেলে। জানা যায়, শুক্রবার গভীর রাতে গোবিন্দপুর মোল্লাচারস্থ সাধু জুলমত খার আস্তানায় ৯-১০ জন মুখোশধারী দুর্বৃত্ত হানা দেয়। এরপর জুলমত খা, তার স্ত্রী মোমেনা খাতুন ও নগেন হালদারকে বেঁধে চুল কেটে ও পিটিয়ে নির্যাতন করে। এ সময় তারা আস্তানায় আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। খবর পেয়ে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অস্ত্রসহ ১৩ আসামি আটক স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শুক্রবার রাতে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদকসেবন ও গ্রেফতারি পরওয়ানাভুক্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পিয়ারাখালীর আইনালকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃত অন্য আসামিরা হলো- সাড়া গোপালপুরের খন্দকার এনামুল, শাকিল আহমেদ, ফারুক আহমেদ, সাহাপুরের মজিবর রহমান, শারমিন খাতুন, রওশন আরা বেগম, চরমিরকামারির আলমগীর ও শহীদ। নির্মাণ শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শনিবার এক কারখানার নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম শফিউল ইসলাম (২৫)। তিনি নীলফামারী সদর উপজেলার ফুলপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সিটি কর্পোরেশনের কাশিমপুর জিতারমোড় এলাকার ব্লো ক্রিয়েশন লিমিটেড নামের এক কারখানার ৫ তলা ভবনের কাজ চলছিল। নিচ থেকে ওই কারখানার নির্মাণাধীন ৫ তলার ভবনের ছাদের উপর রড তোলার সময় অসতর্কতার কারণে শফিউল ইসলাম ৫ তলার ছাদ থেকে মাটিতে পড়ে যান। এ সময় অন্যরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান। অস্ত্রসহ সন্ত্রাসী আটক নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৩০ জুলাই ॥ মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া আছমতিয়া এন্তাজিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে শুক্রবার গভীর রাতে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন ও জাপানী ৭.৬৫ এমএম পিস্তলসহ সানোয়ার হোসেন খানকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। সে ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মৃত আলহাজ সেকান্দার আলী খানের পুত্র। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনায় সে মাদ্রাসার ওই লাইব্রেরি কক্ষে আত্মগোপন করেছিল। সাপাহার সীমান্তে ১১ গরু আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ জুলাই ॥ সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নিয়ে আসার সময় ১১টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের কাছে তিলনী গ্রাম থেকে গরুগুলো আটক করা হয়। জানা যায়, ভোর ৪টার দিকে আদাতলা সীমান্তসংলগ্ন তিলনী গ্রামে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ওই গ্রামের একটি মাঠ থেকে ১১টি ভারতীয় গরু আটক করা হয়। গরুগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল এবং বিজিবির অবস্থান টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে রেখে পালিয়ে যায়।
×