ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে কোচিং ঘিরে শিক্ষকদের সিন্ডিকেট

প্রকাশিত: ০৪:১৪, ৩১ জুলাই ২০১৬

চাঁপাইয়ে কোচিং ঘিরে শিক্ষকদের সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ কোচিং বাণিজ্য ভয়াবহ রূপ নেয়ার কারণে অভিভাবকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। অভিভাবক কোচিং করাতে অস্বীকার করলে সেই সব শিক্ষার্থীদের ওপর নেমে আসছে নির্যাতন। এ নির্যাতন শারীরিক পর্যায়ে গড়াচ্ছে। এর ফলে প্রাথমিক স্কুল পর্যায়ের কিশোর-কিশোরীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। অনেকের লেখাপাড়া বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীরা পড়েছে মহাসঙ্কটে। কারণ ইতোমধ্যে নির্যাতনকারী অর্থলোভী শিক্ষকরা সিন্ডিকেট করে কোচিং বিদ্রোহীদের শায়েস্তা বা উপযুক্ত শিক্ষা দিতে তাদের নানান প্রক্রিয়ায় হুমকি দিচ্ছে। তার মধ্যে বিজ্ঞান পড়ুয়া শিক্ষার্থীদের ক্লাস ও ব্যবহারিক পরীক্ষার নিরীক্ষায় কম নম্বর দেয়ার বিষয়টি প্রাধান্য দিয়ে তাদের পঙ্গু করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেখানেই যাক না কেন সিন্ডিকেট শিক্ষকরা সেখানেই পৌঁছে দিচ্ছে কম নম্বর দেয়ার মেসেজ। এভাবে ফাঁদে ফেলে বাধ্য করছে কোচিং করার। সরকারী-বেসরকারী মিলিয়ে জেলায় ৫৫টি মহাবিদ্যালয় ও ২১২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান কোচিং বাণিজ্য করছে। কোচিং শিক্ষকরা সিন্ডিকেট করে প্রায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বাধ্য করছে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত ক্লাস নেয়ার। ২টার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে বাধ্য করছে কোচিং ক্লাসে আসতে। পরিবেশ দেখলে মনে হবে আবার স্কুল বসল। যেসব গরিব শিক্ষার্থী রয়েছে তাদের কোচিং ফি কিছুটা কমিয়ে বাধ্য করছে কোচিং ক্লাসে আসতে। টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারীর দাবি ২৭ জুলাই বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বানে সংগঠনের সভাপতি রুহুল কুদ্দুস তপনের সভাপতিত্বে মহাপরিচালক, টেলিযোগাযোগ অধিদফতর (ডট), ৪২৩-৪২৮, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকার কার্যালয়সহ ঢাকার বাইরের প্রত্যেকটি বিভাগীয় কার্যালয়ে ওয়ার্কচার্জড কর্মচারীদের মৌলিক অধিকার স্থায়ী চাকরি (পেনশনভুক্ত) বাস্তবায়নের জন্য বাংলাদেশ টিএ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ) কর্তৃক উত্থাপিত সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপির ৪নং সুপারিশকৃত প্রস্তাব, জাতীয় স্কেলে বেতনপ্রাপ্ত ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়োগের তারিখ হতে পেনশনযোগ্য কর্মচারী হিসেবে গণ্য করে ডট-এ ন্যস্ত করতে হবে। সংগঠনের মহাসচিব তোফাজ্জল হোসেন খন্দকার সার্বিক বিষয়ের ওপর বিস্তারিত বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি
×