ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমপির কর্মসূচীতে অংশ নিয়ে হাসপাতালে চার ছাত্রী

প্রকাশিত: ০৪:১৩, ৩১ জুলাই ২০১৬

এমপির কর্মসূচীতে অংশ নিয়ে হাসপাতালে চার ছাত্রী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদের কর্মসূচীতে অংশ নিয়ে প্রচ- রোদে দাঁড়ানো চার ছাত্রী মাথা ঘুরে পড়ে গেছে। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরতলীর আল-হেরা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি অসুস্থ চার ছাত্রী হলেন, বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী খাদিজা পারভীন তৃপ্তি, মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী ফাতেমা খাতুন, দ্বাদশ শ্রেণীর রোজিনা খাতুন ও রোকসানা পারভীন উর্মি। অসুস্থ শিক্ষার্থীরা জানান, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শনিবার তাদের কলেজে আসবেন এজন্য শিক্ষকরা বিভিন্ন কর্মসূচী নেন। এ কর্মসূচী সফলের জন্য গত তিনদিন তারা প্র্যাকটিস করেছেন। শনিবার আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তারা সকাল আটটার দিকে খাওয়া-দাওয়া না করেই বাড়ি থেকে বের হয়ে কলেজে আসেন। সকাল ১০টার দিকে কলেজের অনুষ্ঠানে তারা অংশ নেন। এসময় প্রচ- রোদ ছিল। এতে তারা মাথাঘুরে পড়ে যান। পরে তাদের হাসপাতালে নেয়া হয়। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সমাবেশে কোরান তেলাওয়াত, গীতা পাঠশেষে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী শপথ বাক্য পাঠ করান এমপি কাজী নাবিল আহমদ। এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। তখন শিক্ষার্থীরা অসুস্থ হন। হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে আসা গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষক ইয়াসমিন আক্তার জানান, অনুষ্ঠানে শিক্ষার্থীরা ১০-১৫ মিনিট ছিল। কিন্তু তারা সকালে কোন খাওয়া-দাওয়া না করায় অসুস্থ হয়ে পড়ে। তাদের স্যালাইনসহ বিভিন্ন ওষুধ দিয়েছেন চিকিৎসক। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা কারও মিথ্যা আশ্বাস আর প্ররোচনায় প্রভাবিত হবে না। ঠিকমত পড়াশোনা করবে। ইসলাম ধর্মের সঠিক চর্চা করলেই তোমরা বুঝতে পারবে যে, আমাদের ধর্ম কখনই মানুষ হত্যা সমর্থন করে না। তিনি কলেজের শিক্ষকদের এসব বিষয়ে সচেতন থাকারও পরামর্শ দেন। কর্মসূচীতে কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, উপাধ্যক্ষ সাইফুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
×