ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরামবাগ-মুক্তিযোদ্ধা মুখোমুখি

বিজেএমসি-ব্রাদার্স দ্বৈরথ আজ

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ জুলাই ২০১৬

বিজেএমসি-ব্রাদার্স  দ্বৈরথ আজ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ দু’বারের লীগ চ্যাম্পিয়ন ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। সমান শিরোপা ‘সোনালী আঁশের দল’ খ্যাত টিম বিজেএমসিরও। অবশ্য ভিন্ন নামে স্বাধীনতার আগেও আরও তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই দুটি দল বলতে গেলে সমশক্তির। গত লীগে ব্রাদার্স পঞ্চম আর বিজেএমসি হয়েছিল সপ্তম। সেই লীগে বিজেএমসি-ব্রাদার্স দু’বারই ড্র করেছিল (০-০ এবং ২-২)। এবারের ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’-এও কি দুই দলের দ্বৈরথ অমীমাংসিত থাকবে? আজ এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচের (বিকেল সাড়ে ৪টায়) পরেই পাওয়া যাবে উত্তরটা। যদিও দুইদলই বলেছে তারা জিতবে। এ প্রসঙ্গে কথা হয় ব্রাদার্সের অধিনায়ক-লেফট ব্যাক ইবায়েদ হোসেন কমলের সঙ্গে, যিনি চার বছর ধরে এই ক্লাবে খেলছেন। গত বছর থেকেই পালন করছেন অধিনায়কের দায়িত্ব। অন্য বড় ক্লাবে যাওয়ার প্রস্তাব পেলেও যাননি। কারণ? ‘ক্লাবের প্রতি মায়া জন্মে গেছে। ক্লাবের ম্যানেজার, কর্মকর্তারা খুবই আন্তরিক।’ এ নিয়ে পাঁচ মৌসুম খেলছেন প্রিমিয়ার লীগে। শুরুটা ফেনী সকারের হয়ে। ওরা যেবার প্রথমবারের মতো প্রিমিয়ার লীগে খেলে, সেবারই তাদের হয়ে খেলেন। তারপর চলে আসেন ব্রাদার্সে। আজকের ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে বিজেএমসি মোটেও ফেলনা নয়। তারা অবশ্যই সমীহ জাগানিয়া দল। তবে তাই বলে আমরা ড্র নয়, খেলবো জেতার জন্যই।’ যদিও ইনজুরির জন্য দলের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারেননি চার গুরুত্বপূর্ণ ফুটবলার ইব্রাহিম, কৃষ্ণা, ইমরুল এবং আনোয়ার। লীগ শুরুর আগেই আহত হন তারা। এখনও সেরে না উঠায় স্বভাবতই তাদের কাউকেই খেলতে দেখা যাবে না আজকের ম্যাচেও। এছাড়া রিজার্ভ বেঞ্চও তেমন শক্তিশালী নয়। ‘তবে আশা করছি ময়মনসিংহে যখন খেলা হবে, তখন এই চারজনকে পাওয়া যাবে।’ কমলের আশাবাদ। এসব সমস্যার পরও কমলের আশাবাদ, ‘বিজেএমসিকে হারাতে পারব। ওদের স্যামসন ইলিয়াসু, এ্যাডামস এবং খান মোঃ তারা ব্রাদার্সে খেলে গেছে। তারা আমাদের সম্পর্কে ভালমতো জানে, তাই মাঠে তাদের ওপর আলাদা নজর থাকবে।’ বিজেএমসির ম্যানেজার আরিফুল হক চৌধুরী লিয়ন বলেন, ‘তিন পয়েন্টের জন্যই খেলব। নইলে কমপক্ষে এক পয়েন্ট। অন্তত হারবো না। এ ব্যাপারে আমরা আত্মবিশ^াসী। আমাদের তিন খেলোয়াড় স্যামসন, এ্যাডামস ও তারা এর আগে ব্রাদার্সে খেলেছে। তাই ওরা ব্রাদার্সের নাড়িনক্ষত্র জানে। তাই এটা আমাদের প্লাস পয়েন্ট।’ একই ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে (সন্ধ্যা সাড়ে ৭টায়, ফ্লাডলাইটে) আরামবাগ ক্রীড়া সংঘ মোকাবেলা করবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। ২০১২ লীগে উভয় দলের প্রথম মোকাবেলায় ১-০ গোলে জিতেছিল দু’বারের লীগ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা। ফিরতি ম্যাচে একই ব্যবধানে জিতে প্রতিশোধ নিয়েছিল আরামবাগ। আরামবাগের অধিনায়ক-গোলরক্ষক মিটুল হাসান বলেন, ‘মুক্তিযোদ্ধা বড় দল। সমীহ না করে উপায় নেই। ওদের ফরোয়ার্ড মোবারক বেশ বিপজ্জনক খেলোয়াড়। তবে আমরা এ্যাটাকিং ফুটবল খেলবো এবং জয়ের টার্গেট নিয়েই মাঠে নামব। কোচ সেভাবেই গেমপ্ল্যান সাজাবেন। আমাদের সবার মনোবল ভাল আছে।’ আরামবাগ দলটা গত দুই বছর ধরে খেলছে। দলে আছে ভাল কোচিং স্টাফ। মিটুল বলেন, ‘আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। যার প্রমাণ ফেডারেশন কাপে রানার্সআপ হওয়াটা। এই উন্নতির ধারা বজায় রাখতে চাই।’ অনুশীলন প্রসঙ্গে মিটুলের অভিযোগ, ‘এখানে অনুশীলন করতে সব দলেরই সমস্যা হচ্ছে। বড় ঘাসভরা একই মাঠে চার দলের অনুশীলনের সূচী রাখা হয়েছে। এভাবে টাইট সিডিউলে প্র্যাকটিস করা যায় না।’ গত ম্যাচে স্টপার ইসা ইউসুফ লাল কার্ড পাওয়ায় এ ম্যাচে খেলতে পারবেন না আরামবাগের হয়ে। এ জন্য দলের দুই বিদেশী ইয়োকো স্যামনিক ও কেস্টার এ্যাকনের ওপর নির্ভর করবে দলটি। মুক্তিযোদ্ধার অধিনায়ক-ডিফেন্ডার সাইদুল হক বলেন, ‘আমরা সবসময়ই জেতার জন্য খেলি। এই ম্যাচেও তাই খেলব। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অবশ্যই আমরা জিতব। দলের বিদেশীরা প্রথম ম্যাচে ভাল খেলেছে। তাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে।’
×