ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমার্শিয়াল পেপার ইস্যু করবে লঙ্কা বাংলা ফাইন্যান্স

প্রকাশিত: ০৬:২২, ২৮ জুলাই ২০১৬

কমার্শিয়াল পেপার ইস্যু করবে লঙ্কা বাংলা ফাইন্যান্স

ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান লঙ্কা বাংলা ফিন্যান্স লিমিটেড কমার্শিয়াল পেপার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১৫০ কোটি টাকার কমার্শিয়াল পেপার ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র আরও জানায়, লঙ্কা বাংলা ফিন্যান্সের পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকা থেকে ১ হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১০ অক্টোবর সকাল ১০টায় বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করেছে। এজন্য কোম্পানিটি আগামী ২৩ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করেছে। আর কোম্পানিটি ইজিএমের ভেন্যু পরে জানাবে। উল্লেখ্য, কোম্পানিটি শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই মূলধন বাড়াতে পারবে। -অর্থনৈতিক রিপোর্টার ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ হয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ডের লেনদেন আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, পুঁজিবাজারে ফান্ডটি বে-মেয়াদী ফান্ড হিসেবে তালিকাভুক্ত ছিল। ফান্ডটিকে বে-মেয়াদী থেকে মেয়াদী ফান্ডে রূপান্তরের জন্য আগামী ৮ আগস্ট ইউনিট হোল্ডারদের সম্মতি নেয়া হবে। এরপর ফান্ডটির লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত হবে। ফান্ডটির রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×