ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীঘ্রই চালু হচ্ছে ‘পর্যটন রেডিও’ ও ‘ট্যুরিজম এ্যান্ড ট্রাভেল চ্যানেল’

প্রকাশিত: ০৪:৩৫, ২৮ জুলাই ২০১৬

শীঘ্রই চালু হচ্ছে ‘পর্যটন রেডিও’ ও ‘ট্যুরিজম এ্যান্ড ট্রাভেল চ্যানেল’

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বাপক) উদ্যোগে শীঘ্রই চালু হচ্ছে ‘পর্যটন রেডিও’ এবং ‘ট্যুরিজম এ্যান্ড ট্রাভেল চ্যানেল।’ গত ২৫ জুলাই দেশের বিভিন্ন স্টেক হোল্ডার ও ট্যুর অপারেটরদের নিয়ে সংস্থার হোটেল অবকাশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ব্যাপারে সুপারিশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপক চেয়ারম্যান ড. অরূপ চৌধুরী। সভার সঞ্চালনায় ছিলেন বাপক’র পরিচালক (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ মউদুদুর রশীদ সফদার। প্রবন্ধ উপস্থাপন করেন বাপক’র হেড অব পিআর জিয়াউল হক হাওলাদার। সভায় দেশের পর্যটন শিল্পের ভবিষ্যত সম্ভাবনার বিষয় নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে টিডাব চেয়ারম্যান মোঃ জামিউল আহমেদ, বাংলাদেশ ইন বাউন্ড ট্যুর অপারেটর’র সভাপতি ইকরামুল হক রাজু, ট্রিয়াব মহাসচিব মোহাম্মদ আলী, প্রফেসর এআর খান, প্রফেসর মোহাম্মদ আহসানউল্লাহ এবং বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ। -বিজ্ঞপ্তি মান্নান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী আজ ॥ বিএনপির কর্মসূচী নেই স্টাফ রিপোর্টার ॥ আজ ২৮ জুলাই বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের এই দিনে ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি মারা যান। তিনি প্রায় এক দশক বিএনপির মহাসচিব ছিলেন। এ ছাড়া তিনি বিএনপি ক্ষমতায় থাকাকালে স্থানীয় সরকারমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। কিন্তু প্রভাবশালী নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীর দিনে আজ তাঁর স্মরণে বিএনপির কোন কর্মসূচী নেই। তবে তার মৃত্যুবার্ষিকী আজ পারিবারিকভাবে এবং আঞ্চলিকভাবে মান্নান ভূইয়া স্মৃতি পরিষদের ব্যানারে নরসিংদীতে পালিত হচ্ছে। জানা যায়, বিএনপি হাইকমান্ডের রোষানলে পড়ার ভয়ে মান্নান ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী নিয়ে তাঁর এক সময়ের ঘনিষ্ঠজনরাও কথা বলছেন না। কারণ, সংস্কারের সঙ্গে জড়িত থাকায় মৃত্যুর পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার লাশও দেখতে যাননি। তাই হাইকমান্ডের রোষানলে পড়ার ভয়ে বিএনপি নেতারা এখন মান্নান ভূঁইয়ার পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখেন না। উল্লেখ্য, ওয়ান-ইলেভেনের পর বিএনপির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া তার অনুসারীদের নিয়ে ২০০৭ সালের ২৫ জুন খালেদা জিয়াকে দল থেকে মাইনাস করার জন্য সংস্কার প্রস্তাব করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, সম্পাদকসহ ১০৪ জন সংসদ সদস্য তার এই প্রস্তাবের পক্ষে অবস্থান নেন।
×