ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্র অয়ন হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:৩৪, ২৮ জুলাই ২০১৬

স্কুলছাত্র অয়ন হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ২৭ জুলাই ॥ হাসিবুল হাসান অয়ন (৬) নামে এক স্কুলছাত্রকে অপরহরণ ও হত্যার অভিযোগে ৫ আসামিকে মৃত্যুদ-ের রায় প্রদান করেছেন আদালত। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নরসিংদীর বিচারক (জেলা জজ) শামীম আহাম্মদ বুধবার দুপুর ১টায় জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। দ-প্রাপ্তরা হলো সজিব খান (২২), শাকিল মিয়া (১৮), ইমরান (২০), শামীম উসমান (১৯), রুবেল মিয়া (১৮) এদের মধ্যে ইমরান পলাতক রয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ মে সন্ধ্যায় শহরের ৩০ পূর্ব ভেলানগর জাহান ভিলা নামক বাসার সামনে খেলার সময় হাসিবুল হাসান অয়নকে অপহরণ করা হয়। পরের দিন অপহরণকারীরা মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে এ বিষয়ে অয়নের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী সদর মডেল থানার উপপুলিশ পরিদর্শক সাইদুজ্জামান মোবাইল ফোনের সূত্র ধরে ৪ আসামিকে আটক করে। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক ঘটনার ৩ দিন পর ঘোড়াশালের শীতলক্ষ্যা নদীর শহীদ ময়েজউদ্দীন সেতুর নিচ থেকে বাক্সবন্দী অবস্থায় অয়নের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রথমে অপহরণ ও পরে হত্যা মামলা দায়ের করা হয়। হাসিবুল হাসান অয়ন ব্রাহ্মন্দী কে কে এম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়াশোনা করত এবং রায়পুরা উপজেলার দড়ি হাইরমারা গ্রামের ব্যবসায়ী সোহরাব মিয়ার পুত্র। ব্রিটিশ কাউন্সিল বন্ধ কূটনৈতিক রিপোর্টার ॥ নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে সাময়িকভাবে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা অনুকূলে আসার বিষয়টিকে বিবেচনায় নিয়ে খুব শীঘ্রই আবার সব ধরনের কার্যক্রম চালুর আশা করছে প্রতিষ্ঠানটি। বুধবার ব্রিটিশ কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম বলেছেন, আমরা লক্ষ করেছি যে সাধারণ জনগণ নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ কারণে তাদের মধ্যে আতঙ্ক দিন দিন বাড়ছে। ব্রিটিশ কাউন্সিলে যারা কাজ করেন, এখান থেকে যারা সেবা গ্রহণ করে থাকেন, তাদের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত আমরা সাময়িকভাবে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব অফিস বন্ধ ঘোষণা করেছি। তবে ব্রিটিশ কাউন্সিল সাময়িকভাবে বন্ধ থাকলেও গ্রাহকেরা যদি কোন ধরনের তথ্য জানতে চান, তবে তাঁরা নফ.বহয়ঁরৎরবং@নৎরঃরংযপড়ঁহপরষ.ড়ৎম -এ ইমেইল করে জানতে পারবেন। টেকনোলজি ট্রান্সফার অফিস প্রতিষ্ঠা ঢাকা বিশ^বিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় স্ব-স্ব প্রতিষ্ঠানে টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে গত ২৬ জুলাই ইউজিসি অডিটরিয়ামে চুক্তিস্বাক্ষর করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইউজিসি সচিব ড. মোঃ খালেদ ইউজিসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। টেকনোলজি ট্রান্সফার অফিস স্থাপনের জন্য ঢাকা বিশ^বিদ্যালয়কে দুই কোটি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়কে এক কোটি নিরানব্বই লাখ বিরানব্বই হাজার টাকা উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের আওতায় প্রদান করা হবে। উল্লেখ্য যে, ইতোপূর্বে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিস স্থাপন করা হয়েছে। প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন ও প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি এবং ড. গৌরঙ্গ চন্দ্র মোহন্ত ও সোহেল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×