ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মীর কাশেমের রিভিউ নিয়ে কালক্ষেপণে নাশকতা বাড়বে ॥ ইমরান

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ জুলাই ২০১৬

মীর কাশেমের রিভিউ নিয়ে কালক্ষেপণে নাশকতা বাড়বে ॥ ইমরান

স্টাফ রিপোর্টার ॥ অর্থবিত্তের বিনিময়ে মীর কাশেম আলীকে রক্ষার চেষ্টা হলে এর পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে গণজাগরণ মঞ্চ। পাশাপাশি সকল আইনী প্রক্রিয়া শেষ করে দ্রুত কাশেম আলীর ফাঁসির রায় বাস্তবায়নের দাবি জানানো হয়েছে মঞ্চের পক্ষ থেকে। কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর রিভিউ শুনানি বার বার পিছিয়ে কালক্ষেপণের প্রতিবাদে মঙ্গলবার শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। বিক্ষোভ মিছিলের পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মীর কাশেম আলীর রিভিউ শুনানি বার বার পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং দ্রুত এই নরঘাতকের সর্বোচ্চ শাস্তির রায় কার্যকর করার দাবি জানান। সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার সকল আইনী প্রক্রিয়া প্রায় চার মাস আগে গত ৮ মার্চ শেষ হয়েছে। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ক্ষেত্রে রিভিউ শুনানিতে সময় লেগেছিল মাত্র দুইদিন।
×