ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিয়াউর জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পরিবর্তন করতে চেয়েছিলেন ॥ যুবলীগ চেয়ারম্যান

প্রকাশিত: ০৮:৫৯, ২৬ জুলাই ২০১৬

জিয়াউর জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পরিবর্তন করতে চেয়েছিলেন ॥ যুবলীগ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পরিবর্তন করতে চেয়েছিলেন। ১৯৭৮ সালের ১২ ডিসেম্বর চট্টগ্রামে ভারি শিল্প উদ্বোধনের পর সার্কিট হাউসে উপস্থিত হন। এ সময় চট্টগ্রাম বিএনপির প্রতিষ্ঠাতা ড. ইউসুফ কেন কোরান তেলাওয়াতের আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হলো সে প্রশ্ন তোলেন এবং জাতীয় পতাকায় ইসলামের কোন রং না থাকায় সেটি পরিবর্তনের কথা বলেন। এর উত্তরে জিয়াউর রহমান বলেন, হবে, সবই হবে। আগে হিন্দুর লেখা জাতীয় সঙ্গীত বদলাতে হবে। তার পর জাতীয় পতাকার কথা ভাবব। সোমবার ধানম-িতে নিজ অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, জিয়া তৎকালীন জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের দুঃসাহস দেখানোর সাহস পাননি। কারণ তার সময়ে ২০ বিদ্রোহ হয়েছিল এবং দেশী-বিদেশী রাজনৈতিক চাপ ছিল। তিনি বলেন, এই জিয়া পাকিস্তানের আদলে বাংলাদেশ শাসন করেছিলেন। তিনি সৎ মানুষের জন্য রাজনীতি কঠিন করে দিয়েছিলেন। তিনি ছিলেন আদর্শিক দুর্দশার মহাভিলেন। পাকিস্তানের মাদার অর্গানাইজেশন জামায়াত আর সিস্টার অর্গানাইজেশন হচ্ছে বিএনপি। দেশে যে জঙ্গী হামলা হচ্ছে এর সঙ্গে জামায়াত জড়িত আর এর পৃষ্ঠপোষকতা করছে বিএনপি। জঙ্গী হামলার সঙ্গে আইএসের কোন সম্পর্ক নেই। শুধু জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নিলে হবে না, এর মদদদাতা ও অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শাস্তি দিতে হবে।
×