ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট

ইংল্যান্ডের বড় জয়

প্রকাশিত: ০৮:২৩, ২৬ জুলাই ২০১৬

ইংল্যান্ডের বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ৩৩০ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। ৫৬৫ রানের অসম্ভব লক্ষ্যে ব্যাট করতে নেমে সোমবার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম ইনিংসে সফরকারীরা অলআউট হয়েছিল মাত্র ১৯৮ রানে। আর ‘ম্যাচের নায়ক’ জো রুটের ডাবল সেঞ্চুরির (২৫৪) সৌজন্যে ৮ উইকেটে ৫৮৯ রানে প্রথম ইনিংস এবং ২ উইকেটে ১৭৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংলিশরা। পাকিদের জন্য লক্ষ্য তো অসম্ভব ছিলই; ন্যূনতম লড়াই করে ইংল্যান্ডকে কিছু সময়ের অস্বস্তিও উপহার দিতে পারেনি মিসবাহ-উল হকের দল। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। চার টেস্টের ‘ইনভেস্টেক’ সিরিজে ১-১এ সমতা ফেরাল এ্যালিস্টার কুক-বাহিনী। সুযোগ থাকলেও প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ওয়ানডের গতিতে শুরু করা ইংল্যান্ড সোমবার সকালে ব্যাট করেছে টি২০ স্টাইলে। এদিন ৯ ওভারে ৭৫ রান তুলে ১৭৩-এ ইনিংস ঘোষণা করেন কুক। অধিনায়ক নিজে অপরাজিত থাকেন ৭৮ বলে ৭৬ রানে, রুট ৪৮ বলে ৭১! জবাবে পাকিস্তান মোটেই সুবিধা করতে পারেনি। তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ (৪২) ও ইউনুস খান (২৮) মিলে যোগ করেন ৫৮ রান। ইনিংসের একমাত্র অর্ধশত রানের জুটি হয়ে থাকে সেটিই। হাফিজ-ইউনুসের পর অধিনায়ক মিসবাহও (৩৫) আউট হয়েছে থিতু হওয়ার পর। লেজের দিকে ওয়াহাব রিয়াজ (১৯), মোহাম্মদ আমিরদের (২৯) ব্যাট হার কিছুটা দীর্ঘায়িত করেছে মাত্র। জেমস এ্যান্ডারসন, ক্রিস ওকস, মঈন আলি প্রত্যেকে নিয়েছেন ৩টি করে উইকেট। ৩ আগস্ট এজবাস্টনে শুরু তৃতীয় টেস্ট।
×