ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবিতে জঙ্গীবাদবিরোধী ‘ইন্টারঘ্যাঁট’ নাটকের প্রদর্শনী বৃহস্পতিবার

প্রকাশিত: ০৪:০৪, ২৬ জুলাই ২০১৬

রাবিতে জঙ্গীবাদবিরোধী ‘ইন্টারঘ্যাঁট’ নাটকের প্রদর্শনী  বৃহস্পতিবার

রাবি সংবাদদাতা ॥ জঙ্গীবাদের রাহুগ্রাস থেকে শিক্ষিত ও যুব সমাজকে রক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঞ্চস্থ হতে যাচ্ছে জঙ্গীবাদবিরোধী নাটক ‘ইন্টারঘ্যাঁট’। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে নাটকটি মঞ্চস্থ করবে রাবি অনুশীলন নাট্যদল। এ প্রসঙ্গে অনুশীলন নাট্যদলের আহ্বায়ক তানজিদা নাহার জুঁই বলেন, দেশে চলমান জঙ্গী তৎপরতাকে অবলম্বন করে কর্মশালাভিত্তিক এই নাটকটি রচনা করা হয়েছে। জঙ্গীবাদবিরোধী নাটকের মঞ্চায়নের মাধ্যমে যুব সমাজের সুন্দর ভবিষ্যতের পথ প্রশস্ত হবে। এই প্রয়াসের সঙ্গে বিবেকবান সকল মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানাই। নাট্য নির্দেশক অধ্যাপক মলয় ভৌমিক বলেন, বর্তমানে যুব সমাজের সামনে কোন আইডিওলজি নাই। খেলাধুলা বা আনন্দ করার পরিবেশ নেই। পড়াশোনা হয়ে পড়েছে কোচিং ও প্রাইভেট নির্ভর। এর ফলে তরুণ সমাজকে বিপথে নেয়া সহজ হবে। পাশাপাশি জঙ্গীবাদ ছড়াতে স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রও অব্যাহত আছে। ‘ইন্ট্যারঘাঁট’ নাটকটির মাধ্যমে এই বিষয়গুলো তুলে ধরে জঙ্গীবাদের বিরুদ্ধে বার্তা দেয়া হয়েছে।
×