ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ জুলাই ২০১৬

জঙ্গীবিরোধী বিক্ষোভ সমাবেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গীবিরোধী বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন অব্যাহত রয়েছে। সোমবারও সারাদেশে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এসব কর্মসূচী পালন করা হয়। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : রাজশাহী ॥ সোমবার নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচী থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দেয়ার আহ্বান জানানো হয়। সকালে নগরীর বারিন্দ মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতা চিকিৎসক ও শিক্ষকরা বক্তব্য রাখেন। এদিকে একইদিন জঙ্গী ও সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদে মানববন্ধন করেছে গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। ‘বঙ্গবন্ধুর বাংলায়, জঙ্গীবাদের ঠাঁই নাই’ স্লোগানে সকাল ১০টায় কলেজের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে এই মানববন্ধনের আয়োজন করা হয়। অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম, সদস্য তরিকুল ইসলাম, উপাধ্যক্ষ শহীদুল করিম শিবলী, শিক্ষক তৌফিকুল ইসলাম মিলন, রোকনুজ্জামান সরকার, তসলিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। সিরাজগঞ্জ ॥ রায়গঞ্জ উপজেলা সদরে বেগম নূরুন নাহার তর্কবাগীশ অনার্স কলেজে সোমবার সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী শান্তি মিছিল সমাবেশ করেছে। একই সঙ্গে কলেজ জাতীয়করণ করায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে। এর আগে কলেজ ক্যাম্পাস থেকে শান্তি মিছিল বের করে উপজেলা চত্ব¡র হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে রায়গঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান, থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক গোলাম হাসনায়েন টিটু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ধানগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিকাশ চন্দ্র প্রমুখ। গাজীপুর ॥ কালীগঞ্জে সোমবার সন্ত্রাস, জঙ্গীবাদ, মৌলবাদ ও নাশকতা প্রতিরোধে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ, মৌলবাদ ও নাশকতা প্রতিরোধে র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সহকারী শিক্ষা অফিসার মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার ওসি আলম চাঁদ, ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া বাক্কু, মাহবুবুর রহমান ফারুক, শাহাব উদ্দিন আহমেদ, আব্দুল কাদির মিয়া, গাজী সরোয়ার আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ। মাগুরা ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে শ্রীপুর উপজেলার রাধানগর হাই স্কুলে সভার আয়োজন করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়। জঙ্গীবাদ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সভায় এলাকাবাসী উপস্থিত ছিলেন। নীলফামারী ॥ র‌্যালি ও সমাবেশ যৌথভাবে করেছে পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম। সোমবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বর থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিল্পকলা একাডেমি চত্বরে এসে সমাবেশে মিলিত হয় কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবীর, ওসি শাহজাহান পাশা, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ইউপি চেয়ারম্যান সমিতির সেক্রেটারি হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ। কুষ্টিয়া ॥ মেহেরপুর প্রেস ক্লাবের সামনে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। জেলা কৃষকলীগের উদ্যোগে এ মানববন্ধনে নেতৃত্ব দেন সভাপতি ওয়াসিম সাজ্জাদ লিখন। অপরদিকে একই সময়ে প্রেসক্লাবের সামনের সড়কে জেলা পরিবেশক সমিতির সভাপতি হাশেম আলী ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া একই সময় মেহেরপুর সরকারী কলেজ শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বে দেন সরকারী কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে শেষ হয়। নওগাঁ ॥ এক কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সোমবার সকালে কলেজের সামনে থেকে কাজীর মোড় পর্যন্ত প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। অধ্যক্ষ প্রফেসর মাহফুজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে কলেজের শিক্ষক ড. আঃ ওয়াহাব, নাজমুল হাসান, আব্দুস সামাদ আজাদ, আঃ হাদী প্রমুখ বক্তব্য রাখেন। ফরিদপুর ॥ সোমবার সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলয়াতনে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়েরের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএম জালাল উদ্দিন আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ। সিলেট ॥ সোমবার দুপুরে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে সিলেট এমসি কলেজে জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী র‌্যালি বের হয়। কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ও উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জির নেতৃত্বে র‌্যালিটি টিলাগর পয়েন্ট ঘুরে আবারো কলেজ ক্যাম্পাসে গিয়ে সমাবেশে মিলিত হয়। র‌্যালি ও সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী ব্যানার ও ফেস্টুন বহন করতে দেখা যায়। র‌্যালি ও সমাবেশে কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়াও আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক তোতিউর রহমান, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সালেহ উদ্দিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, সহযোগী অধ্যাপক অরুণ চন্দ্র পাল, বাংলা বিভাগের অধ্যাপক আইরিন সুলতানা, পদার্থ বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক সত্যেন্দ্র কুমার শীল, উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক নেছাওর মিয়া, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সুফিয়া খানম, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক শফিক নেওয়াজ তালুকদার, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মহীউদ্দিন মিয়া, অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুছ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগ অধ্যাপক শামীমা আক্তার চৌধুরী, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নূরে ফারহানা বেগম, উর্দু বিভাগের সহকারী অধ্যাপক তৌফিক এজদানি চৌধুরী, ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পান্না রানী রায়, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আজাদ আতিকুর রহমানসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
×