ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নির্মিত হলো খণ্ড নাটক ‘ইচ্ছে ঘুড়ি’

প্রকাশিত: ০৩:৪৯, ২৫ জুলাই ২০১৬

নির্মিত হলো খণ্ড নাটক ‘ইচ্ছে ঘুড়ি’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হলো খণ্ড নাটক ‘ইচ্ছে ঘুড়ি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফায়জুল রথি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, নওশাবা, পরান, ওয়াসিম প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে সুখী দম্পতি শিশির ও ইরা। হঠাৎ দুর্ঘটনায় পঙ্গু শিশিরের মনে সন্দেহ দানা বাঁধে। এদিকে অফিসের কলিগ রায়হান ভালবাসে ইরাকে। গল্পের মোড় নেয় ভিন্ন দিকে। নাটকের গল্প প্রসঙ্গে সজল বলেন, অনেকদিন পর একটা ভিন্ন স্বাদের গল্পে কাজ করেছি। নাটকে পরিচালক গল্প বলার কৌশলে ভিন্নতা এনেছেন। আশা করি নাটকটি দর্শকদের আনন্দ দেবে। অভিনেত্রী নওশাবা বলেন, খুব মিষ্টি একটা রোমান্টিক গল্প ‘ইচ্ছে ঘুড়ি’। কিছু কিছু দৃশ্য ধারণের সময় আমি সত্যি কেঁদে দিয়েছি। সদা হাস্যোজ্জ্বল তরুণ নির্মাতা আপন মহিমায় সবসময় ইউনিটকে চাঙ্গা করে রাখত। আমি নিজে নাটকটি দেখার জন্য অপেক্ষা করছি। নাটক প্রসঙ্গে পরিচালক ফায়জুল রথি বলেন, আমার ‘ইচ্ছে ঘুড়ি’ অভিনয় শিল্পীরা তাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। নাটক তৈরির সময় বিশেষ করে আমি অভিনয়ের প্রতি জোর দিয়েছি। নাটকটিতে ইচ্ছে ঘুড়ি শিরোনামে একটি গান রয়েছে। গানটির কথা, সুর, কণ্ঠ দিয়েছেন মেজবাহ বাপ্পি। আশা করি দর্শকদের ভাল লাগবে। ‘ইচ্ছে ঘুড়ি নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে।
×