ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালাচাঁদপুর হাই স্কুলের সরকারীকরণ গেজেট স্থগিত

প্রকাশিত: ০৪:৩৩, ২৪ জুলাই ২০১৬

কালাচাঁদপুর হাই স্কুলের সরকারীকরণ গেজেট স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান কালাচাঁদপুর হাই স্কুল সরকারীকরণের গেজেট স্থগিত করেছে হাইকোর্ট। উচ্চ আদালতের আদেশ লংঘন ও তথ্য গোপন করে সরকারের কাছে কাগজপত্র পাঠানোর প্রেক্ষাপটে হাইকোর্টের এ আদেশের ফলে স্কুলটির প্রাইমারী শাখার দুই হাজারেরও বেশি শিক্ষার্থী আগের মতোই লেখাপড়া চালিয়ে যেতে পারবে। একই সঙ্গে হাই স্কুল শাখার এমপিও ভুক্ত শিক্ষকেরও চাকরি বহাল থাকল। গুলশান কালাচাঁদপুর স্কুল এ্যান্ড কলেজ সরকারী ঘোষণার পর প্রতিষ্ঠানটির স্কুল শাখা নিয়ে সৃষ্ট জটিলতার পর এখন আদালতের আদেশের আলোকে কাজ শুরু করেছে পরিচালনা পরিষদ। এদিকে স্কুল পরিচালনা কমিটিকে না জানিয়ে এবং উচ্চ আদালতের একটি আদেশ গোপন করে সরকারী করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানোর অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পরিচালনা কমিটি। স্কুল পরিচালনা কমিটির কাগজপত্র এবং হাইকোর্টের আদেশে জানা যায়, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিচালনা পরিষদের সিদ্ধান্ত ছাড়াই গোপনে স্কুলটির সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাংলাদেশ সরকার বরাবর রেজিস্ট্রি করে দেন। পরিচালনা পরিষদের সভা ও সিদ্ধান্ত ছাড়া স্কুলের সম্পত্তি সরকার বরাবর রেজিস্ট্রি করে দেয়ার বিরুদ্ধে পরিচালনা পরিষদের সভাপতি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন (পিটিশন নম্বর-১৮৫০/২০১৪)। উভয় পক্ষের শুনানি শেষে গত বছরের ২৩ নবেম্বর ‘জাতীয়করণ করার নীতিমালা অনুযায়ী সম্পত্তি হস্তান্তর বিধি মোতাবেক হয়নি’ মর্মে রেজিস্ট্রি দলিল বেআইনী ঘোষণা করে হাইকোর্ট। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম শহীদুল হক সমন্বয়ে গঠিত বেঞ্চের আদেশটি যথাযথ প্রক্রিয়ায় স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষে কাছে পৌঁছে দেয়া হয় এবং পরিচালনা পরিষদের পক্ষ থেকেও সম্পত্তি হস্তান্তরের দলিল রেজিস্ট্রি বাতিলের বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানানো হয়। সরকারের কাছে পরিচালনা পরিষদের সদস্যরা অভিযোগ করেছেন, হাইকোর্টের ওই আদেশ গোপন রেখেই এবং পরিচালনা পরিষদের সভা ও সিদ্ধান্ত ছাড়া কাগজপত্র তৈরি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয় থেকে ‘কৌশলে’ স্কুলটি জাতীয়করণ করিয়ে এনেছেন।
×