ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেনাপোল ও পেট্রাপোল সুসংহত চেকপোস্ট ব্যবসা প্রসারে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে

প্রকাশিত: ০৩:৩৭, ২৪ জুলাই ২০১৬

বেনাপোল ও পেট্রাপোল সুসংহত চেকপোস্ট  ব্যবসা প্রসারে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে

আবুল হোসেন, বেনাপোল ॥ বেনাপোল ও পেট্রাপোলে সুসংহত চেকপোস্ট উদ্বোধনের মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্যের নবদিগন্তের সূচনা হয়েছে। এর ফলে পণ্য আমদানি-রফতানি ব্যবসায় বিভিন্ন সমস্যার সমাধান যেমন হতে চলেছে, তেমনি ব্যবসা প্রসারে এ উদ্যোগ সুদূর প্রসারী প্রভাব ফেলবে। একইসঙ্গে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে মনে করছেন ব্যবসায়ীরা। শনিবার থেকে ওই চেকপোস্ট দিয়ে আমদানি-রফতানি শুরু হয়নি। ভারতের ওপারে কাস্টমস হাউজের সব অফিস সরিয়ে না নেয়ায় এখনও আমদানি-রফতানি চলছে আগের পথ দিয়েই। বাংলাদেশের স্বাধীনতার পরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেন বেনাপোল বন্দর। সময়ের পরিক্রমায় বন্দরের অবকাঠামো গড়ে উঠলেও সীমান্তের ওপারের পেট্রাপোলে তেমন অবকাঠামো গড়ে ওঠেনি। যে কারণে বাংলাদেশী ব্যবসায়ীদের ব্যাপক বিড়ম্বনায় পড়তে হতো। সম্প্রতি দু’দেশের মধ্যে আমদানি ও রফাতানি বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় সমস্যা আরও প্রকট হচ্ছিল। যে কারণে পেট্রাপোলে পূর্ণাঙ্গ বন্দর গড়ে তোলার দাবি ছিল ব্যবসায়ীদের। ২০০১ সালে ভারত বন্দর নির্মাণের উদ্যোগ নিলেও তা চালু হতে পার হয়ে গেছে ১৫ বছর। দেরিতে হলেও পেট্রাপোলে বন্দর নির্মাণ ও সুসংহত চেকপোস্টের উদ্বোধন হওয়ায় দু’দেশের ব্যবসা-বাণিজ্যে নবদিগন্তের সূচনা হয়েছে। বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ইতিপূর্বে ভারত থেকে আমদানিটা বেশি হতো। কিন্তু এখন প্রতিদিন প্রায় তিনশ’ গাড়ি পণ্য রফতানি হয়। কিন্তু পেট্রাপোল বন্দরের অবকাঠামোগত সমস্যার কারণে বাংলাদেশ ব্যবসায়ীদের খুব সমস্যা হচ্ছিল। যে কারণে আমরা ভারতের বিভিন্ন পর্যায়ে বিষয়টি অবহিত করেছি। ভারত-বাংলাদেশ চেম্বার আমাদানি-রফতানিকারক কমিটির সভাপতি মতিয়ার রহমান মতি বলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ফলে আন্তর্জাতিক এ চেকপোস্টটি চালু করা সম্ভব হলো। এর মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। যাতে দু’দেশের মানুষই উপকৃত হবে। সেই সঙ্গে দৃঢ় হবে বন্ধুত্বের বন্ধন। তবে উদ্বোধন হলেও শনিবার এই চেকপোস্ট দিয়ে আমদানি-রফতানি শুরু হয়নি। বেনাপোল স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন বলেন, ভারতের ওপারে চেকপোস্টেও কাস্টমস অফিসগুলো এখনও নতুন ভবনে সরিয়ে নিতে পারেনি তারা। তাই আমদানি-রফতানি শুরু হয়নি।
×