ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিটিসিএলের ইন্টারনেট প্রকল্প ঝিমিয়ে পড়েছে ১০০৫ দুর্গম ইউপিতে

প্রকাশিত: ০৬:৫৮, ২৩ জুলাই ২০১৬

বিটিসিএলের ইন্টারনেট প্রকল্প ঝিমিয়ে পড়েছে ১০০৫ দুর্গম ইউপিতে

ফিরোজ মান্না ॥ দেশের দুর্গম এলাকায় এক হাজার পাঁচটি ইউনিয়ন পরিষদে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প ঝিমিয়ে পড়েছে। এ বছরের গোড়ার দিকে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত প্রকল্পের কাজে হাত দেয়া হয়নি। প্রকল্পের আওতায় ৪৯টি জেলার ১২৮টি উপজেলার এক হাজার পাঁচ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়ার কথা রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ৮৮ কোটি ৮২ লাখ ১৬ হাজার টাকা। এ প্রকল্পের পাশাপাশি আরও পাঁচটি জেলার ১২টি উপজেলায় রেডিও লিংক ব্রডব্যান্ড ইন্টারনেট স্থাপনের আরেকটি প্রকল্প হাতে নিয়েছে বিটিসিএল। এ প্রকল্পটিরও একই দশা। সরকারী অর্থে প্রকল্পটি চার বছর মেয়াদে বাস্তবায়ন করবে বিটিসিএল। পরিকল্পনা কমিশন প্রকল্প দুটি বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। এর আগে আরও এক হাজার ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করেছে বিটিসিএল। এ প্রকল্পের পুরোপুরি বাস্তবায়ন এ বছর শেষ হবে। তবে এ প্রকল্পে বেশকিছু ইউনিয়নে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা দেয়া শুরু হয়েছে। বিটিসিএল সূত্র জানিয়েছে, নতুন করে হাতে নেয়া এক হাজার পাঁচ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগ দেয়ার প্রকল্প হাতে নিয়েছে বিটিসিএল। প্রকল্পটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হলে পরে এটি একনেকে পাঠানো হয়। একনেক প্রকল্পটি অনুমোদন দিয়েছে। পাঁচটি জেলায় রেডিও লিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়া হবে। এ পাঁচ জেলার ১২টি উপজেলার সঙ্গে সরাসরি কোন সড়ক যোগাযোগ নেই। এ কারণে ১২ উপজেলার ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিটিসিএল অপটিক্যাল ফাইবার স্থাপন করতে পারবে না। সবকটি উপজেলা বা ইউনিয়ন নদী বা সাগরের মধ্যে পড়েছে। বিটিসিএল ১২টি উপজেলার জন্য পরিকল্পনা কমিশনে ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপনের জন্য বিকল্প প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলেই কার্যক্রম শুরু করা হবে। দেশে গ্রামপর্যায়ে নির্ভরযোগ্য ও সহজভাবে তথ্য যোগাযোগের জন্য ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক বেশি সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী হবে। এছাড়া গ্রাহক এ ইন্টারনেট খুব সহজেই ব্যবহার করতে পারবে। দুর্গম এলাকায় ওয়্যারলেস ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট সেবা বিশ্বজুড়েই গ্রহণযোগ্য। একটি বিটিএস টাওয়ারের (বেজ স্টেশন) মাধ্যমে পাঁচ থেকে আট কিলোমিটার ব্যাসার্ধে বসবাসরত জনগোষ্ঠী নেটওয়ার্কের আওতায় থাকবে। এক্ষেত্রে বসতি অথবা বিচ্ছিন্ন এলাকায় বসবাসরত মানুষের নেটওয়ার্ক কাভারেজের আওতায় আনতে টাওয়ার স্থাপন করতে হবে। ওয়্যারলেস ইন্টারনেট ব্যান্ডউইথ একটি স্থায়ী ট্রান্সমিশন ব্যবস্থা। এর মাধ্যমে নেটওয়ার্ক সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা সহজ। এটি অনেকটা মোবাইল নেটওয়ার্কের মতো। ওয়্যারলেস ইন্টারনেট সহজে বিচ্ছিন্ন হয় না। ১২টি উপজেলায় এ মুহূর্তে ভৌগোলিক কারণে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক সংযোগ দেয়া সম্ভব হবে না। উপজেলাগুলো হলোÑ ভোলা সদর, সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, রাঙ্গামাটির বাঘাইছড়ি, লংগদু, জুরাইছড়ি, বিলাইছড়ি, বরকল, বরিশালের মুলাদী, মেহেদীগঞ্জ এবং হিজলা এলাকা। এজন্য দুর্গম এলাকায় ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়ার জন্য বিটিসিএল প্রকল্পটি হাতে নিয়েছে। এসব এলাকার চারদিক দিয়েই রয়েছে নদী।
×