ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ ॥ কারখানায় ভাংচুর

প্রকাশিত: ০৮:৪৫, ২২ জুলাই ২০১৬

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে শ্রমিক বিক্ষোভ ॥ কারখানায় ভাংচুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ও শ্রমিক ছাঁটাইয়ের গুজবে বৃহস্পতিবার এক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি করেছেন। এ সময় তারা কারখানায় হামলা চালিয়ে ভাংচুর ও দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামালে অগ্নিসংযোগ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ারশেল ছুড়েছে। শ্রমিক অসন্তোষের কারণে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
×