ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুস ফ্যাক্টরির চার শ’ মণ পচা আম ধ্বংস ॥ জরিমানা

প্রকাশিত: ০৪:৩৬, ২২ জুলাই ২০১৬

জুস ফ্যাক্টরির চার শ’ মণ পচা আম ধ্বংস ॥ জরিমানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে সেজান জুস ফ্যাক্টরির চার শ’ মণ পচা আম ধ্বংস করা হয়েছে। এসব আম দিয়ে জুস তৈরি চেষ্টার অভিযোগে ওই ফ্যাক্টরি মালিককে দুই লাখ টাকা জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, উপজেলার চব্বিশনগরে সেজান জুসের একটি ফ্যাক্টরি রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে দুর্গন্ধযুক্ত দুই শ’ মণ আধাপচা আম ওই ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় উপজেলার সাধুর মোড় এলাকায় আমগুলো জব্দ করা হয়। পরে ইউএনও’র নির্দেশে আমগুলো ধ্বংস করা হয়। এর পর দুপুরে ভ্রাম্যমাণ আদালত চব্বিশনগরের ওই সেজান জুসের ফ্যাক্টরিটিতে অভিযান চালিয়ে আরও দুই শ’ মণ আধাপচা দুর্গন্ধযুক্ত আম জব্দ করা হয়। পরে সেগুলোও ধ্বংস করা হয়। আর এসব আম দিয়ে জুস তৈরির চেষ্টার অভিযোগে ফ্যাক্টরিটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন এ রায় দেন। ফ্যাক্টরির ব্যবস্থাপক আবদুল করিম জরিমানার টাকা পরিশোধ করেন। চার প্রতিষ্ঠানকে জরিমানা ॥ এদিকে নগরীতে অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নগরীর সাহেববাজার আরডিএ মার্কেট এলাকায় এ অভিযান চলে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, নগরীর সাহেববাজারে অবস্থিত ‘নবরূপ মিষ্টান্ন ভা-ারে’ অভিযান চালিয়ে ফ্রিজের ভেতর থেকে পচা দই জব্দ করা হয়। এজন্য ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘রাজশাহী মিষ্টান্ন ভা-ার’ থেকেও বেশকিছু পচা মিষ্টি জব্দ করা হয়। এজন্য এ প্রতিষ্ঠানকেও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আরডিএ মার্কেটের একটি কসমেটিকস দোকানে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেশকিছু পণ্য জব্দ করা হয়। ঘাতকের ফাঁসি দাবি নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ জুলাই ॥ উপজেলার জিনজিরা পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পারুলের হত্যাকারীর ফাঁসির দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘাতক আল-মামুনকে আটক করেছে থানা পুলিশ। ওসি মনিরুল ইসলাম বলেন, বুধবার বিকেলে স্কুলছাত্রী পারুলকে নিয়ে প্রেমিক গৃহশিক্ষক আল-মামুন এমভি ঈগল-৩ লঞ্চে পটুয়াখালী যাওয়ার উদ্দেশে কেবিন ভাড়া করে। কেবিনের ভেতর তাদের সম্পর্কের অবনতি হলে আল-মামুন লঞ্চ থেকে নেমে দোকান থেকে ধারালো ছুরি কিনে এনে পারুলকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করে। জামায়াত শিবিরের ৫ ক্যাডার গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২১ জুলাই ॥ পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৫ ক্যাডারকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে ২টি হাত বোমা, বেকি, দলীয় ব্যানার ও লিফলেট, বিভিন্ন ধরনের পুস্তক উদ্ধার করেছে। পুলিশ জানায়, বুধবার রাতের অভিযানে পাঁজিয়া বাজার থেকে উপজেলার পূর্ব ছাত্রশিবিরের সভাপতি ভরতভায়না গ্রামের মেহেদী হাসান, পাঁজিয়া ইউনিয়ন শিবির নেতা হাড়িয়াঘোপ গ্রামের মামুন হোসেন ও মনোহরনগর গ্রামের রাশেদ আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে ত্রিমোহিনী ইউনিয়ন জামায়াতের সভাপতি বরনডালি গ্রামের আলফাজুর রহমান (৪০) ও চাঁদড়া গ্রামের আবুল বাশার গাজীর ছেলে হাসান গাজীকে (৩০) গ্রেফতার করেছে। কুষ্টিয়ার পাঁচ বীরাঙ্গনা সম্মানী ভাতা পেলেন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২১ জুলাই ॥ মহান স্বাধীনতার ৪৪ বছর পর সম্মানী ভাতা পেলেন কুমারখালী উপজেলার পাঁচ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাদের হাতে সম্মানী ভাতার চেক তুলে দেন জেলা প্রশাসক। এ উপলক্ষে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা মোমেনা খাতুন, দোলজান নেছা, এলেজান নেছা, মজিরন নেছা ও মাসুদা খাতুনের হাতে সম্মানী ভাতার চেক তুলে দেন। এদের চারজনকে ৮৪ হাজার টাকা করে ও একজনকে ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও পাঁচ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা প্রতিমাসে দশ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন বলে জানান জেলা প্রশাসক। ১৩ হাজার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৬৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৩ হাজার ৬৫৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ কেজি গাঁজা। বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্রে জানানো হয়, নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এ মাদক দ্রব্য ও আসামিদের ধরা হয়। এছাড়া বায়েজিদ বোস্তামী থানা পুলিশ উদ্ধার করে একটি নোয়াহ মাইক্রোবাস। বোমা ফাটিয়ে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২১ জুলাই ॥ বুধবার রাত সোয়া আটটার দিকে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র স্বর্ণকারপট্টি হিসেবে খ্যাত নিলটুলী এলাকার মুজিব সড়কে অবস্থিত চারতলার বাংলা ইঞ্জিনিয়ারিং মার্কেটের নিচতলায় অবস্থিত দি নিউ মেঘনা জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাতরা দোকানের মালিক ও কর্মচারীদের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে শোকেসের কাচ ভেঙ্গে ভেতর থেকে দেড়শ’ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতদের লাঠির আঘাতে দোকানের কর্মচারী শুভংকরের পা ভেঙ্গে যায়। ডাকাতি চলাকালে ও ডাকাতি করে যাওয়ার সময় ৭-৮টি হাতবোমা ছুড়ে পাশের গলি দিয়ে আলীপুরের দিকে চলে যায় ডাকাত দলের সদস্যরা। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ডাকাতকবলিত ওই সোনার দোকানে সিসি ক্যামেরা ছিল। রাতেই সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করা হয়েছে। এদিকে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। জেলা জুয়েলারি সমিতি সাত দিনের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের সকল সোনার দোকান বন্ধ ছিল। নিউ মেঘনা জুয়েলার্সের স্বত্বাধিকারী বাসুদেব কর্মকার বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা করেন। পিসি কলেজের গাছ লুট স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সরকারী পিসি কলেজ ক্যাম্পাস থেকে বুধবার রাতে দুর্বৃত্তরা মূল্যবান একটি মেহগনি গাছ কেটে নিয়ে গেছে। ৫-৬ মাস আগে অনুরূপ প্রায় দুই লাখ টাকা মূল্যের চারটি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া প্রতি রাতে প্রভাবশালী সংঘবদ্ধ দুর্বৃত্তরা কলেজের মূল্যবান লোহার রড, পাইপসহ নানা মালামাল লুটে নিচ্ছে। তবে রহস্যজনক কারণে এসব বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। বৃহস্পতিবার দেখা গেছে, কলেজের অধ্যক্ষের কম্পাউন্ড থেকে দুর্বৃত্তরা পুরাতন বড় একটি মেহগনি গাছ কেটে নিয়ে গেছে। গাছটির মূল্য কমপক্ষে অর্ধলক্ষ টাকা হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানিয়েছেন। জলবায়ুবিষয়ক সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২১ জুলাই ॥ জলবায়ুবিষয়ক সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজ (সনাক) নাটোর জেলা শাখা। বৃহস্পতিবার সকালে সনাক সদস্য পরিতোষ অধিকারীর সংঞ্চালনায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি রেজাউল করিম রেজা। তিনি জানান, শুরু থেকেই সনাক নাটোর জেলার নদী ও খাল ভরাট, দূষণ এবং দখল প্রতিরোধে কাজ করে আসছে। তবে জেলায় কয়েকটি কারখানা থাকায় বিষয়টি খুব ঝুঁকিপূর্ণ। এ লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, সুশীল সমাজসহ সকল স্তরের জনগণকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করে যেতে হবে। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ জুলাই ॥ বৃহস্পতিবার সকালে পোরশায় পুকুরের পানিতে ডুবে রোবাইয়া জান্নাত নামে দুই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। রোবাইয়া উপজেলার নিতপুর গোপালগঞ্জ গ্রামের রবিউলের মেয়ে। জানা গেছে, রোবাইয়া তার মায়ের সঙ্গে নানাবাড়ি সাহাপাড়া গ্রামে গিয়েছিল। সেখানে সকলের অজান্তে বাড়ির পার্শ্বের পুকুরে পড়ে সে ডুবে মারা যায়। কলেজ জাতীয়করণ দাবিতে সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাট এমএ হাদী কলেজকে জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে মানববন্ধব কর্মসূচীও পালন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চারঘাট বাজার চাররাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশের কারণে চারঘাট-বাঘা সড়কে চলাচলকারী সকল যানবাহন আটকা পড়ে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে চারঘাট এমএ হাদী কলেজকে জাতীয়করণের দাবি জানানো হয়। নাটোরে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, বাগাতিপাড়ায় তমামতলা কৃষি ও কারিগরি ডিগ্রী কলেজ সরকারীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার সকালে তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। এ সময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ পরিমল কুমার কু-ু, প্রভাষক অরুন কুমার, সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
×