ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিডিসির মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৪:২৫, ২২ জুলাই ২০১৬

আইপিডিসির মুনাফা বেড়েছে

অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন) ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইপিডিসি) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১১৬ শতাংশ বেড়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ তথ্য জানানো হয়। এদিকে অনুষ্ঠিত এ কোম্পানির সভায় ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বন্ডটি হবে নন-কনভারটেবল জিরো কুপন বন্ড। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রি করা হবে। এই বন্ডের মেয়াদ হবে ৫ বছর। এদিকে ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক পর্যালোচনা শেষে কোম্পানিটি জানিয়েছে, আলোচিত সময়ে তাদের ইপিএস হয়েছে ১.১৯ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ০.৫৫ টাকা। অর্থাৎ গতবছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস ১১৬ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×