ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ০৮:৩৬, ২১ জুলাই ২০১৬

হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে পরিচালকসহ সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, হাসপাতালের যন্ত্রপাতি নষ্ট থাকায় কারণে রোগীর মৃত্যুও হতে পারে। তাই যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে সকলকে আরও সচেতন হতে হবে। সংশ্লিষ্টদের মনে রাখতে হবে হাসপাতালের যন্ত্রপাতি শুধু একটি মেশিন নয়, রোগীর জীবন-মৃত্যুর ওপর নির্ভর করে। এজন্য ইতিবাচক মানসিকতা নিয়ে হাসপাতাল ব্যবস্থাপনার কাজ করতে হবে। যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকা দায়িত্বে অবহেলার শামিল। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারী হাসপাতাল ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ মন্ত্রণালয় ও অধিদফতরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন। সভায় দেশের বিভিন্ন হাসপাতালে জনগণের জন্য কম খরচে ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে ডায়ালাইসিস মেশিন স্থাপনে আগ্রহী বেসরকারী সংস্থা ‘সোনার বাংলা ফাউন্ডেশনের’ পক্ষে প্রস্তাবনার পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সাবেক পররাষ্ট্র সচিব ও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী তৌহিদ হোসেন। হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে নীতিগত সিদ্ধান্ত প্রণয়নের প্রস্তাবনা উপস্থাপন করে ‘সুচিন্তা ফাউন্ডেশন’। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্যকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাদের নিজ নিজ হাসপাতালের রক্ষণাবেক্ষণ আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে প্রয়োজনে বেসরকারী সংস্থাকে সম্পৃক্ত করা যায় কিনা সরকার সেদিকটি বিবেচনা করছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্থার প্রস্তাবনা পরীক্ষা-নিরীক্ষা করে সরকারী বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
×