ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবিগুরুর গান নিয়ে মকবুল হোসেনের ‘মেঘের ছায়ায়’

প্রকাশিত: ০৭:০৩, ২১ জুলাই ২০১৬

কবিগুরুর গান নিয়ে মকবুল হোসেনের ‘মেঘের ছায়ায়’

স্টাফ রিপোর্টার ॥ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একগুচ্ছ বর্ষার গান নিয়ে শ্রোতাদের কাছে উপস্থিত হয়েছেন শিল্পী মকবুল হোসেন। ‘মেঘের ছায়ায়’ নামের এ এ্যালবামটি বাজারে এনেছে লেজান ভিশন। রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণকে সামনে রেখে এ্যালবামটি প্রকাশ হওয়ায় অনেকটাই সন্তুষ্ট গুণী এই শিল্পী। এই মহা মানবকে গানে গানে ভক্তি জানানো ছাড়া শিল্পীর কোন বিকল্প নেই জানিয়ে তিনি জনকণ্ঠকে বলেন, এটা আমার দ্বিতীয় এ্যালবাম। রবীন্দ্রনাথের প্রতি নিজের ভালবাসা প্রকাশের একটাই রাস্তা। আর সেটা হচ্ছে গান। গানের মাধ্যমেই তার প্রতি আমার যত ভক্তি। তার মহাপ্রয়াণকে সামনে রেখে এই সময়ে এ্যালবামটি প্রকাশিত হওয়াই আমি কিছুটা সন্তুষ্টই বৈকি। বর্ষার গানগুলো শ্রোতাদের আকর্ষণ করবে বলেই প্রত্যাশা। এতে ১০টি গান রয়েছে। বাদল দিনের প্রথম কদম ফুল, মন মোর মেঘের সঙ্গী, শ্রাবণের ধারার মতো, আমার যে দিন ভেসে গেছে, আজ শ্রাবণের আমন্ত্রণে, বর্ষণ মন্দ্রিত অন্ধকারে এসেছি, আমি তখন ছিলেম মগন গহন গানগুলো যে কোন রবীন্দ্রপ্রেমীর হৃদয়ে নিমিষেই ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। এ্যালবামটির সঙ্গীত পরিচালনায় ছিলেন ওপার বাংলার প্রখ্যাত সঙ্গীত পরিচালক দুর্বাদল চট্টোপাধ্যায়। শিল্পী মকবুল হোসেনের প্রথম এ্যালবাম ‘মিলন মেলা’ এ বছরই বাজারে আনে লেজার ভিশন।
×