ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ ও থিয়েটারের ‘নিখাই’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৫:৫৪, ২১ জুলাই ২০১৬

শিল্পকলায় স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ ও থিয়েটারের ‘নিখাই’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক জঙ্গী হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুধুমাত্র যারা নাটক দেখতে আসেন এবং নাটকের সঙ্গে সংশ্লিøষ্ট ছাড়া কাউকেই একাডেমির ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যারা ভেতরে ঢুকছেন তাদেরও তল্লাশি করে ঢুকতে দেয়া হচ্ছে। এই কড়া নিরাপত্তার মধ্যেই বুধবার মঞ্চস্থ হয় দুটি নাটক। একটি নাটকের দল থিয়েটারের ‘নিখাই’, অন্যটি স্বপ্নদলের নাটক ‘চিত্রাঙ্গদা’। নিখাই নাটকটি মঞ্চস্থ হয় স্টুডিও থিয়েটার হলে আর চিত্রাঙ্গদা মঞ্চস্থ হয় পরীক্ষণ থিয়েটার হলে। থিয়েটারের ৩৪তম প্রযোজনা ‘নিখাই’-এর ২৮তম মঞ্চায়ন ছিল এদিন। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত। নাটকের কাহিনীতে সময়টা ব্রিটিশ শাসন আমলের। একটি স্টিমারঘাটকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। নানা ধরনের লোকের আনাগোনা সেখানে। স্থায়ীভাবে কেউই থাকে না ঘাটে। কিন্তু এক বৃদ্ধ ১০ বছর ধরে এই ঘাটকে আঁকড়ে পড়ে আছেন। রাত-বিরাতে এই ঘাটে কেউ না থাকলেও ওই বৃদ্ধকে ঠিকই পাওয়া যায়। একদিন হঠাৎ মাঝরাতে এক ব্রিটিশ দারোগা তার স্ত্রীকে নিয়ে হাজির হন। নদী পার হওয়া তাদের জন্য ভীষণ জরুরী। কিন্তু কোন মাঝি না পাওয়ায় অপেক্ষা করতে হয় তাদের। এরপর একের পর এক ঘটতে থাকে নানা ঘটনা। বেরিয়ে আসে একজন মানুষের জন্মের ইতিহাস। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, প্রবীর দত্ত, তৌহিদুল ইসলাম ও ইউসা আনতারা। অন্যদিকে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ ‘চিত্রাঙ্গদা’র নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। স্বপ্নদলের প্রযোজনাটি নির্মিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ পা-ুলিপিটি অবলম্বনে। বুধবার ছিল নাটকটির ৪৯তম মঞ্চায়ন। আধুনিক সময়ে মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতিচ্ছবিরূপে রচিত কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র নাট্যকাহিনীতে উপস্থাপিত হয়Ñ মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচার্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। অর্জুন এবারে যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকেÑ অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনীর আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়। এতে অভিনয় করেছেন সোনালী, মিতা, মোস্তাফিজ, শ্যামল, শিশির, সামাদ, জেবু, নাবলু, তানভীর, রিমু, ঊষা প্রমুখ। বাংলাদেশে অবাধে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ॥ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে কাফনের কাপড় পরে প্রতিবাদ করেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এবার ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন আলোচিত এই নায়ক। বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের বিপরীতে সড়কের ওপর বৃষ্টিতে ভিজে মানববন্ধনে অংশ নেন ঢালিউডের সুপারস্টার, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা শাকিব খান। সম্প্রতি সেন্সরে জমা পড়েছে কলকাতার ছবি ‘কেলোর কীর্তি’। এটি আগামী ঈদ-উল-আযহায় মুক্তি দেয়ার চেষ্টা চলছে। রাজা চন্দ পরিচালিত এই ছবি আমদানিকে ঘিরেই আন্দোলনে নেমেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতা-কর্মীরা। মানববন্ধনে উপস্থিত শাকিব বলেন, আমরা কখনও ছবি বিনিময়ের পক্ষে ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতেও থাকব না। ঈদের আগে আমরা তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছিলাম। হঠাৎ দেখলাম কলকাতায় মুক্তিপ্রাপ্ত একটি ছবি এখানে মুক্তির অনুমতি পেয়ে গেল! এমন অসম বিনিময় আমরা মেনে নেব না। তিনি আরও বলেন, আমার বিশ্বাস আজকের কর্মসূচীর পর সরকার নতুন করে বিষয়টি নিয়ে ভাববেন ও বিবেচনা করবেন। গত ঈদে দেশীয় চলচ্চিত্রে নতুন সম্ভাবনার চিত্র দেখা গেছে। ঢাকাসহ সারাদেশের সিনেমা হলে দর্শক সমাগমই প্রমাণ করে চলচ্চিত্রে সুদিন ফিরেছে। এ অবস্থায় কোন ষড়যন্ত্র তারা কার্যকর হতে দেবেন না বলে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। মানববন্ধনে পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু বলেন, অসমভাবে ভারতীয় ছবি আমদানি বন্ধ না করলে আমাদের আন্দোলন চলতে থাকবে। পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, আমরা আন্দোলনে নামলেই আশ্বাস দেয়া হয়। আমরা বেঁচে থাকতে বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংসের মুখে যেতে দেব না। মানববন্ধনে আরও ছিলেন চিত্রনায়ক ওমর সানি, অমিত হাসান, ড্যানি সিডাক, অভিনেত্রী অঞ্জনা, পরিচালক বদিউল আলম খোকন, শিল্পী চক্রবর্তী, সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড, সাফিউদ্দিন সাফি, মঈন বিশ্বাস, বুলবুল বিশ্বাস প্রমুখ। ‘উন্নয়নে নারী’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা ॥ ‘বাহ্যিক অবকাঠামোগত বিবেচনায় নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে বটে কিন্তু মনে রাখতে হবে উভয়েই ‘মানুষ’। এ চিন্তা থেকেই কাজ করছে ইউকে ভিত্তিক সংগঠন পেইন্টেড চিলড্রেন। যেহেতু অসম নীতি-নৈতিকতার কারণে নারী এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে সে কারণে সংগঠনটি এবার তাদের কাজের বিষয় নির্ধারণ করেছে ‘উন্নয়নে নারী’। বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পেইন্টেড চিলড্রেন ঢাকা আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার প্রারম্ভিক অনুষ্ঠানে বক্তারা এসব তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, নারী মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মমতাজ বেগম ও নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু। স্বাগত বক্তব্য প্রদান করেন পেইন্টেড চিলড্রেন ইউকে’র পরিচালক নাজিনুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক ঝর্ণা মণি। ঝর্ণা মণি জানান, সদ্য তোলা ৫টি আলোকচিত্র িিি ঢ়ধরহঃবফপযরষফৎবহ.পড়.ঁশ জমা দিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। এক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশে বসবাসরত নাগরিকরাই অংশ নিতে পারবে। ২১ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত আলোকচিত্র জমা দেয়া যাবে।
×