ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে ১৩২০ মে.ও. বিদ্যুত কেন্দ্র স্থাপনে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি

প্রকাশিত: ০৫:৪৬, ২১ জুলাই ২০১৬

মহেশখালীতে ১৩২০ মে.ও. বিদ্যুত কেন্দ্র স্থাপনে মালয়েশিয়ার সঙ্গে চুক্তি

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়ার জাতীয় কোম্পানির সঙ্গে একটি এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মাণে যৌথ মূলধনী কোম্পানি গঠনে চুক্তি করেছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। কক্সবাজারের মহেশখালিতে কয়লা চালিত বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করা হবে। জাপান এবং চীনের পর মহেশখালিতে বড় বিদ্যুত কেন্দ্র নির্মাণে মালেশিয়ার সঙ্গেও চুক্তি করল সরকার। মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিউবো) এবং মালেশিয়ার তেনেগা ন্যাশনাল বারহেড পাওয়ারটেক এনার্জির সঙ্গে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে বিপিডিবির চেয়ারম্যান মোঃ শামসুল হাসান মিয়া এবং তেনেগার পক্ষে এর প্রেসিডেন্ট দাতুক সেরি ইর আজমান মোহঃ এবং পাওয়ারটেকের পক্ষে এর পরিচালক দাতু মার্ক উইলিয়াম লিং লী মেং স্বাক্ষর করেন। এ সময় বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুত উৎপাদন ও ব্যবস্থাপনায় মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যুতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। উন্নত প্রযুক্তির সহায়তা নিয়ে বিদ্যুত উৎপাদনে সাশ্রয় ও সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের দৃষ্টান্তগুলো আমরা অনুসরণ করতে পারি। প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে কয়েকটি কেন্দ্রে ৯২০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনে মালয়েশিয়ান প্রতিষ্ঠান পাওয়ারটেক কাজ করছে। মহেশখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্রটি বাংলাদেশের আগামী দিনের বিদ্যুত চাহিদা পূরণে কার্যকরী অবদান রাখবে। তিনি এ সময় বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বাংলাদেশের জনগণের সাথে মালয়েশিয়ার জনগণের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরদার হবে।
×