ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমবে ॥ আইএমএফ

প্রকাশিত: ০৪:৩২, ২১ জুলাই ২০১৬

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমবে ॥ আইএমএফ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের সরে আসার সিদ্ধান্তের পর বিশ্ব অর্থনীতি নিয়ে অবস্থান পাল্টেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, চলতি বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩.১ শতাংশ। আর আগামী বছর অর্থাৎ ২০১৭ সালে তা গিয়ে দাঁড়াতে পারে ৩.৪ শতাংশে। যা গত এপ্রিলে দেয়া পূর্বাভাস থেকে .১ শতাংশ করে কম। ওই সময় বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল যথাক্রমে ৩.২ ও ৩.৫ শতাংশ। নতুন পূর্বাভাসে ব্রিটেনের অর্থনীতি নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কার কথা জানিয়েছে আইএমএফ। আলোচ্য সময়ে দেশটির বিভিন্ন খাত থেকে উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি কমে যেতে পারে বলে মনে করছে সংস্থাটি। আইএমএফের তথ্য মতে, ২০১৬ সালে ব্রিটেনের প্রবৃদ্ধি ১.৭ শতাংশ থেকে কমে আসতে পারে ১.৫ শতাংশে। আর আগামী বছরে তা আরও কমে যেতে পারে। ওই সময় দেশটির প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ১.৩ শতাংশে। উল্লেখ্য, গত ২৩ জুন ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকার প্রশ্নে গণভোটের আয়োজন করা হয়। এতে না থাকার পক্ষেই রায় দেয় ব্রিটিশরা। এরপরই বিশ্ব অর্থনীতি নিয়ে আরও দুরবস্থার কথা জানালো আইএমএফ। তবে অর্থনীতির এই স্থবিরতার মধ্যেও বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীনকে নিয়ে স্বপ্ন দেখছে আইএমএফ। সংস্থাটির ধারণা, ২০১৬ সালে চীনের প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৬.৬ শতাংশে। এর আগের পূর্বাভাসে যা ছিল ৬.৫ শতাংশ। বাজারে এলো ‘ম্যাংগো’ মোবাইল অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রমবর্ধমান মোবাইল ফোনের বাজারে গ্রাহকদের চাহিদার আলোকে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যাংগো ডিজিটাল লিমিটেড বাজারে নিয়ে এলো নতুন মোবাইল ফোন ‘ম্যাংগো’। বুধবার ম্যাংগো মোবাইলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাংগো ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের, পরিচালক মোয়াম্মের হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ ওহাব খান এবং মহাব্যবস্থাপক, মার্কেটিং তৌফিকুল আলম। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের জন্য ম্যাংগো মোবাইল নিয়ে আসছে সবচেয়ে আধুনিক প্রযুক্তির এবং উদ্ভাবনী ডিজাইনের মোবাইল ডিভাইস। শুধু তাই নয়, গ্রাহকদের কাছে সহজ বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ম্যাংগো মোবাইল দেশব্যাপী ২০টি কাস্টমার কেয়ার সেন্টার ও ৭০টি কালেকশন পয়েন্টের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদান করবে। ‘ম্যাংগো’ বাজারে ১১টি মডেলের হ্যান্ডসেট নিয়ে এসেছে। বিপিডিবি ঘোড়াশাল স্টেশন পুনঃক্ষমতায়ন করবে জিই জিই এবং চায়না ন্যাশনাল মেশিনারি এ্যান্ড ইকুইপমেন্ট ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন একত্রিতভাবে নরসিংদীর ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টের তিনটি ইউনিটের পুনঃক্ষমতায়নের প্রকল্প পেয়েছে। ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অন্তর্গত এবং এই চুক্তিটি ১১৭ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের। এটি দেশের প্রথম পুনঃক্ষমতায়ন প্রকল্প এবং এটি বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুত চাহিদা মেটাতে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট পরিচ্ছন্ন বিদ্যুত শক্তি যোগান দেবে। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যমান ২১০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস চালিত বয়লার পাওয়ার মেশিন (এলএমজেড ২০০) স্টিম টারবাইনকে একটি কমবাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টে রূপান্তরিত করা হবে। একটি গ্যাস টারবাইন এবং একটি হিট রিকভারি স্টিম জেনারেটর স্থাপনের মাধ্যমে কমবাইন্ড সাইকেল মোড-এ ৪১৬.৩ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করবে।
×