ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীন সীমান্তে ১০০ ট্যাঙ্ক মোতায়েন ভারতের

প্রকাশিত: ০৮:৫৭, ২০ জুলাই ২০১৬

চীন সীমান্তে ১০০ ট্যাঙ্ক মোতায়েন ভারতের

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন সীমান্তের পূর্ব লাদাখে ১০০ ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারত। সেখানে আরও ট্যাঙ্ক মোতায়েন করা হবে। প্রত্যন্ত এবং পাবর্ত্য এলাকায় ভারতের টি-৭২ ট্যাঙ্ক মোতায়েন নিয়ে অস্বস্তিতে চীন। লাদাখ সীমান্তে চীনের আগ্রাসী মনোভাব মোকাবেলায় ভারতের এ পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সীমান্তে ভারি অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক এবং বাঙ্কারের সংখ্যাও বাড়ানো হচ্ছে। ভারতের এই তৎপরতাকে ভাল চোখে দেখছে না চীন। ১৯৬২ সালে ইন্দো-চীন যুদ্ধের সময় বিমানের সাহায্যে সীমিত সংখ্যক ট্যাঙ্ক এই এলাকায় মোতায়েন করেছিল ভারত। কিন্তু বিরূপ পরিবেশের কারণে সেগুলো সরিয়ে নিতে বাধ্য হয় ভারত। ৫০ বছরেরও বেশি সময় পর ফের লাদাখ সীমান্তে ট্যাঙ্ক মোতায়েন করল ভারত। নাম প্রকাশ না করার শর্তে ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক উর্ধতন কর্মকর্তা বলেন, লাদাখ উপত্যকার বিশাল এলাকাজুড়ে অবস্থার করবে ট্যাঙ্কগুলো। এক কর্মকর্তা বলেন, লাদাখের মতো উঁচু এলাকায় ট্যাঙ্ক মোতায়েন রাখা সহজ কাজ নয়। পাহাড়ী এলাকায় বাতাসে অক্সিজেনের মাত্রা কম হওয়ায় সেখানে কাজটি খুবই কঠিন হবে। তিনি বলেন, বিরূপ আবহাওয়ার কারণে রাশিয়ায় তৈরি এই ট্যাঙ্কগুলো সচল রাখার জন্য রাতেও সেগুলো চালু রাখা হচ্ছে। প্রতি রাতে কমপক্ষে দুই বার ট্যাঙ্কগুলো পরীক্ষা করা হচ্ছে।-এনডিটিভি ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
×