ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষ সরবরাহকারীদের পুরস্কৃত করল আজিয়াটা

প্রকাশিত: ০৫:৫৮, ২০ জুলাই ২০১৬

দক্ষ সরবরাহকারীদের পুরস্কৃত করল আজিয়াটা

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় টেলিযোগাযোগ প্রযুক্তি সরবরাহের অনন্য স্বীকৃতিস্বরূপ হুয়াওয়ে, ওরিস্যা উইকম ও এরিকসনকে ‘আজিয়াটা সাপ্লায়ার এ্যাওয়ার্ড’ দিয়েছে আজিয়াটা গ্রুপ বারহাদ। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজিয়াটা টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ওই তিন কোম্পানির কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ চীফ এক্সিকিউটিভ অফিসার তান শ্রী জামালউদিন ইব্রাহিম। জামালউদিন বলেন, ‘আঞ্চলিক টেলিযোগাযোগে চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ায় ২৯ কোটি গ্রাহককে সেবা প্রদান করছে আজিয়াটা। বিশ্বমানের প্রযুক্তি ও সরঞ্জাম যোগান দিয়ে সরবরাহকারীরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। আমাদের যোগানদাতাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও উৎকর্ষ বৃদ্ধির সাফল্য উদযাপনে আজিয়াটা সাপ্লায়ার এ্যাওয়ার্ডটি প্রবর্তন করা হয়েছে। -বিজ্ঞপ্তি খাঁচাবন্দী বিড়াল বিড়াল পোষার শখ রয়েছে অনেকেরই। আগে ভবঘুরে বিড়াল অনেক সময় বসতবাড়িতে স্থায়ী ঠিকানা গড়ে তুলত। কিন্তু শহরের আকাশচুম্বী দালান ও এর নিরাপত্তা প্রহরী বিড়ালের অবাধ চলাফেরায় বড় অন্তরায়। ফলে বিড়ালের আর তেমন দেখা মেলে না। এ অবস্থায় বিশেষ খাঁচায় বিড়াল পোষার ব্যবস্থা করেছে ব্যবসায়ীরা। রাজধানীর কাঁটাবনে পাওয়া যাচ্ছে খাঁচাবন্দী দেশী-বিদেশী বিড়াল। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। হাড়ভাঙ্গা খাটুনি... রোদ বৃষ্টি ঝড়। এরই মধ্যেই তাদের সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি। নগর গড়ার কাজে গাবতলীতে প্রতি টুকরি বালু বা কয়লা টানে তারা মাত্র ৫ টাকার বিনিময়ে। টুকরি প্রতি একটি টোকেন পান এই শ্রমিকেরা পরবর্তীতে টোকেন গুনে মালিকের কাছ থেকে টাকা বুঝে নেন তারা। টোকেন গোনার সময় ছবিটি ক্যামেরাবন্দী করেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×