ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণিতবিদ বটে...

প্রকাশিত: ০৫:৫৪, ২০ জুলাই ২০১৬

গণিতবিদ বটে...

জটিল গাণিতিক সমস্যার সমাধান করে আলোচনার জন্ম দিয়েছেন এক চীনা যুবক, যার দিন কাটে পার্সেল ডেলিভারি করে। কলেজে পড়ার সুযোগ হয়নি ইউ জিয়ানচন নামে ওই শ্রমিকের। কোন ‘প্রাতিষ্ঠানিক ডিগ্রী’ নেই। তবে কারমাইকেল সংখ্যা শনাক্ত করার বিকল্প পদ্ধতি উদ্ভাবনের ক্ষেত্রে তা বাধা হতে পারেনি। ইউর প্রশংসায় জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক কাই তিয়ানজিয়ান বলেন, ‘এটা সত্যিই দুর্দান্ত... সংখ্যাতত্ত্ব নিয়ে তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তার যা আছে তা প্রকৃতি প্রদত্ত এবং সংখ্যার প্রতি দারুণ সংবেদনশীল এক মন।’ কারমাইকেল নাম্বারকে গণিতবিদরা কখনও কখনও ‘ছদ্ম মৌলিক সংখ্যা’ বলে থাকেন; প্রতি এক শ’ মিলিয়নে এ ধরনের মাত্র ২৫৫টি ধনাত্মক পূর্ণসংখ্যা মেলে। পার্সেল ডেলিভারি কোম্পানিতে কাজ করা ইউ জানান, গত বছর গ্রামে বাড়ি বানানোর কাজের অবসরে তিনি কারমাইকেল নাম্বার শনাক্তের এ বিকল্প পদ্ধতি উদ্ভাবন করেন। ইউর এই বিকল্প পদ্ধতিকে ‘দুর্দান্ত আবিষ্কার’ বলেছেন যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ উইলিয়াম ব্যাঙ্কস। ইউর বিকল্প পদ্ধতি ‘প্রমাণিত’ হলে তা ‘রোমাঞ্চকর’ হবে বলে মন্তব্য করেন ব্যাঙ্কস। জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাইয়ের আমন্ত্রণে গত ১৩ জুন ইউ এক সেমিনারে কারমাইকেল নম্বর শনাক্তের বিকল্প পদ্ধতি এবং আরও চারটি গাণিতিক সমস্যার সমাধান উপস্থাপন করেন।-সিএনএন।
×